আজকাল ওয়েবডেস্ক: মিনি নিলামে তাঁকে সাত কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর দিকে সবার নজর। সেই ভেঙ্কটেশ আইয়ার বিজয় হাজারে ট্রফিতে ব্যর্থ হলেন। 

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মধ্যপ্রদেশ ও কেরলের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচে সবার নজরে ছিল ভেঙ্কটেশ আইয়ারের দিকে। মাত্র আট রান করে রান আউট হন আইয়ার। 

দ্রুত সিঙ্গল নিতে গিয়ে সতীর্থ হিমাংশু মন্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয় আইয়ারের। দ্রুত ফিরে যাওয়ায় মধ্যপ্রদেশের তারকা ব্যাটারকে নিয়ে ফের শুরু হয় চর্চা। 

কলকাতা নাইট রাইডার্স তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু নাইটদের হয়ে তিনি পারফর্ম করতে পারেননি। ফলে এবার নিলামের আগে আইয়ারকে ছেড়ে দেয় নাইটরা। নিলামে সাত কোটির বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় আরসিবি। দর কমলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ভক্তদের কৌতূহলের আর অন্ত নেই। 

নিলামে আইয়ারের বেস প্রাইস ছিল ২ কোটি। শুরুর দিকে তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এর পরে গুজরাট টাইটান্স আইয়ারের প্রতি আগ্রহ প্রকাশ করে। কলকাতা নাইট রাইডার্সও বিডিং যুদ্ধে নেমে পড়ে। শেষমেশ আইয়ারকে নিয়ে শেষ হাসি হাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।