শীতের বিছানায় উত্তাপ ছড়াতে সঙ্গীকে আজই করুন এই ৫ 'দুষ্টু' প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬ : ২৫
শেয়ার করুন
1
6
শীত মানেই কাছাকাছি আসার মরসুম। কিন্তু অনেক দম্পতির ক্ষেত্রেই সমস্যা শরীরের নয়—সমস্যা শুরু হয় কথা বলতে না পারা থেকে। বিশেষজ্ঞদের মতে, যৌন ঘনিষ্ঠতা বাড়াতে দরকার সঠিক প্রশ্ন। সেই লক্ষ্যেই সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গীর কাছে এই পাঁচটি ‘দুষ্টু’ প্রশ্ন শীতের রাতে নতুন উষ্ণতা আনতে পারে। ছবি: প্রতীকী
2
6
আমার সঙ্গে পুরোপুরি স্বচ্ছন্দ হতে তোমার কতটা ভালো লাগে?
এই প্রশ্ন শরীরের পাশাপাশি মানসিক নগ্নতার কথাও তুলে আনে।ছবি: প্রতীকী
3
6
আমার সঙ্গে যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলতে তুমি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করো?
অনেক সময় বিছানার আগের কথোপকথনই বিছানার আবহ বদলে দেয়।ছবি: প্রতীকী
4
6
বিছানায় তুমি কি নিজের মতো করে আনন্দ প্রকাশ করতে পারো?
এই প্রশ্নে লুকিয়ে আছে বিশ্বাস, নিরাপত্তা ও স্বাধীনতার ইঙ্গিত।ছবি: প্রতীকী
5
6
তুমি যা চাও, সেটা আমাকে বলতে কি কখনও দ্বিধা হয়?
ইচ্ছের কথা না বললে আগুন জ্বলে না- এই প্রশ্ন সেটাই সামনে আনে।ছবি: প্রতীকী
6
6
আমার আচরণে কখনও কি তুমি নিজেকে অবহেলিত বা প্রত্যাখ্যাত মনে করেছ?
অস্বস্তিকর হলেও এই প্রশ্ন অনেক পুরনো জমে থাকা দূরত্ব গলাতে পারে।ছবি: প্রতীকী