আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে নিয়ে মজাদার গল্প শোনালেন জেমাইমা রডরিগেজ। এই ঘটনা নিউজিল্যান্ড সফর চলাকালীন। বিরুষ্কার সঙ্গে গল্পে এতটাই মত্ত হয়ে যান, তাঁদের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়। বোম্বে জার্নি নামক একটি ইউ টিউব চ্যানেলের শোতে এই কাহিনি শোনান জেমাইমা। তিনি এবং স্মৃতি মান্ধানা কোহলির কাছে ব্যাটিং পরামর্শ চান। বিরাটের স্টাইলের সঙ্গে জেমাইমার ব্যাটিং স্টাইলের তুলনা করা হয়। ইউ টিউবের শোতে তিনি জানান, বিরাটের থেকে একবার ব্যাটিং পরামর্শ নেন তিনি। জেমাইমা বলেন, 'হ্যাঁ, আমি বিরাট কোহলির সঙ্গে কথা বলেছি। সেবার আমরা নিউজিল্যান্ডে ছিলাম। আমি এবং স্মৃতি ছিলাম। ছেলে এবং মেয়েদের দল একই হোটেলে ছিল। স্মৃতি এবং আমি বিরাটকে অনুরোধ করেছিলাম ব্যাটিং নিয়ে আমাদের পরামর্শ দিতে। তার উত্তরে কোহলি বলেন, 'অবশ্যই এসো।' তারপর হোটেলের ক্যাফেতে ডাকে। তারপর অনুষ্কা শর্মাও তাঁদের যোগ দেয়।
এই প্রসঙ্গে জেমাইমা বলেন, 'প্রথম আধ ঘণ্টা আমরা শুধু ক্রিকেট নিয়ে কথা বলি।' সেই সময় ঠিক কী বলেছিলেন বিরাট? মহিলা ক্রিকেট তারকা জানান, অনুপ্রেরণাদায়ক বার্তা দেন কোহলি। জেমাইমা বলেন, 'বিরাট বলে, মেয়েদের ক্রিকেট বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তোমাদের মধ্যে। আমি সেটা দেখতে পাচ্ছি। সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নাও। কারণ তোমরা যে পরিবর্তন আনবে, সেটা বৃহৎ হবে।' ক্রিকেট নিয়ে আলোচনার পর, হাসি-ঠাট্টার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। জেমাইমা বলেন, 'আমরা ব্যাটিং এবং ক্রিকেট নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করি। তারপর আমরা জীবন নিয়ে কথা বলি। যেমন দীর্ঘদিন পর বন্ধুরা দেখা করলে যেমন হয়। ঘণ্টার পর ঘন্টা আলোচনা চলে। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে আড্ডা চলে। তারমধ্যে আধ ঘণ্টা ব্যাটিং নিয়ে আলোচনা হয়। বাকি চার ঘণ্টা সাধারণ গল্প হয়। আমরা থামতে বাধ্য হলাম কারণ, ক্যাফের স্টাফরা আমাদের বের করে দেয়। ওরা জানায়, এবার সময় হয়ে গিয়েছে। রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছে। এবার তোমাদের যেতে হবে।' এই গল্প বলা মাত্র হাসিতে লুটিয়ে পড়েন তারকা মহিলা ক্রিকেটার। এই ইউ টিউব ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কোহলি তাঁর সতীর্থ এবং অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে কী সম্পর্ক ভাগ করে নেয়, সেটা জানতে পেরেছে ফ্যানরা। সেটা তাঁর নিজের ড্রেসিংরুম হোক, বা মেয়েদের দলের।
