আজকাল ওয়েবডেস্ক:  একসময়ে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ। তাঁর সময়ে কেকেআর দু'বার আইপিএল খেতাব জিতেছিল। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই ওয়াসিম আক্রম আইপিএল-কেই কটাক্ষ করে পিসিবি-র বড় সম্মান পেলেন। পাকিস্তান সুপার লিগের প্রতি আনুগত্য দেখিয়ে এবং আইপিএল-কে কটাক্ষ করার প্রেক্ষিতে আসন্ন পাকিস্তান সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল সুলতান অফ সুইংকে । এই প্রথম বার আক্রমকে পিএসএলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা যাবে। 

লন্ডনে পিএসএল-এর এক ইভেন্টে আক্রম আইপিএল নিয়ে কটাক্ষ করেছিলেন। ২০১৬ সালে শুরু হয়েছিল পিএসএল। আসন্ন মরশুম পিএসএলের ১১-তম সংস্করণ। লন্ডনে অনুষ্ঠিত সেই ইভেন্টে পাকিস্তানের কিংবদন্তি বোলার বলেছিলেন, ''পিএসএলের সবথেকে ভাল দিক হল, এটা ৩৪ দিন ধরে চলে। অন্যান্য লিগের মতো এটা তিন মাস ধরে চলে না। বাচ্চা বড় হয়ে যায়, তবুও লিগ শেষ হয় না।'' 

 

আইপিএল ও পিএসএল এবার একই দিনে শুরু হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২৬ মার্চ। পাকিস্তান সুপার লিগেরও বল গড়াবে একই দিনে। 

অর্থাৎ দুই প্রতিবেশী দেশের দুই মেগা টুর্নামেন্টের দিনক্ষণের মধ্যে সংঘাত হতে পারে। ২০২২ থেকে আইপিএলের বল গড়ায় মার্চে। 

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। চলবে ৩১ মে পর্যন্ত। তবে পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন সপ্তাহ পরে শুরু হবে আইপিএল। বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। পিএসএল শুরু ২৬ মার্চ। ৩ মে শেষ হবে। এবার নিয়ে টানা দ্বিতীয়বার  আইপিএল ও পিএসএলের সূচির মধ্যে সংঘর্ষ হবে।