সিগারেটের দামে ছ্যাঁকা! ৬ টাকার সিগারেট হবে ২৪, ১৮ টাকার দাম ৭২
নিজস্ব সংবাদদাতা
২৯ ডিসেম্বর ২০২৫ ১৫ : ০৬
শেয়ার করুন
1
7
ধূমপান নিরুৎসাহিত করতে কেন্দ্রীয় সরকারের নতুন বিলে সিগারেটের উপর এক্সাইজ ডিউটি ব্যাপকভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যার ফলে ১৮ টাকার একটি সিগারেটের দাম বেড়ে ৭২ টাকা পর্যন্ত হতে পারে। ছবি: প্রতীকী
2
7
এই সিদ্ধান্তে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে স্বাস্থ্যের পক্ষে ইতিবাচক বলে স্বাগত জানালেও, কেউ কেউ ব্যঙ্গ ও রসিকতার মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।ছবি: প্রতীকী
3
7
এক রেডিট ব্যবহারকারী নিজেকে ধূমপায়ী বলে উল্লেখ করে লিখেছেন, এই মূল্যবৃদ্ধি ছাত্র ও যুব সমাজের মধ্যে ধূমপান কমাতে সাহায্য করতে পারে এবং তাঁর নিজেরও ছাড়ার সুযোগ তৈরি হবে।ছবি: প্রতীকী
4
7
দিল্লির দূষিত বাতাসের প্রসঙ্গ টেনে কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, এমন পরিস্থিতিতে সিগারেটের ক্ষতি আলাদা করে আর বোঝা যায় না।ছবি: প্রতীকী
5
7
অনেকেই মনে করছেন, সিগারেটের দাম বাড়লে মানুষ ভ্যাপ বা ই-সিগারেটের দিকে ঝুঁকতে পারে, আবার বেআইনি ও নকল তামাকজাত পণ্যের বাজারও বাড়তে পারে। ছবি: প্রতীকী
6
7
সমালোচকদের একাংশের মতে, এই সিদ্ধান্ত জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়াতে পারে এবং কেউ কেউ ধূমপান ও মদ্যপানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবিও তুলেছেন।ছবি: প্রতীকী
7
7
সংসদে পাশ হওয়া সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫ অনুযায়ী সিগারেটসহ বিভিন্ন তামাকজাত পণ্যের উপর শুল্ক বহুগুণ বাড়ানো হচ্ছে, যা তামাক শিল্পে বড় প্রভাব ফেলবে।ছবি: প্রতীকী