সইফ আলি খান: চলতি বছরের জানুয়ারি মাসের এক গভীর রাতে নিজের ঘরেই এলোপাথাড়ি ছুরির কোপ চলেছিল সইফ আলি খানের শরীরে। তাঁর শরীরে ছ’ বার ছুরির কোপ বসিয়েছে দুষ্কৃতী। তারমধ্যে দুটি জখম গভীর। হাসপাতালে অভিনেতাকে নিয়ে যাওয়ার সময়েও শরীরে গেঁথে ছিল ছুরির অংশ, চিকিৎসকরা অস্ত্রোপচার করে তা বের করেন। শিরদাঁড়ায় ২.৫ ইঞ্চির ছুরি গেঁথে ছিল, আর সেই কারণে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হয়েছিল বলেও জানা যায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিকিৎসকরা জানিয়েছিলেন, ছুরি শরীরে আরও এক মিলিমিটার ঢুকলেই ঘটতে পারত বড় বিপদ। লীলাবতী হাসপাতালের চিকিৎসকের মতে, ২.৫ ইঞ্চির ছুরিটি যদি তাঁর মেরুদণ্ডের আরও এক মিলিমিটার গভীরে ঢুকত, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারত। এরপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন সইফ। চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পায় তাঁর ‘জুয়েল থিফ’ছবি। এরপর অক্ষয়ের সঙ্গে ‘হেওয়ান’ ছবির কাজও চুটিয়ে সারেন তিনি।
2
6
প্রেম চোপড়া: গত নভেম্বরে প্রথমবার ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবরে যখন সমাজমাধ্যম তোলপাড়, তখন বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়ার গুরুতর অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। আজকাল ডট ইন-কে হাসপাতালের বেড থেকে প্রেম চোপড়া বলেছিলেন, "পিঠে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছি। এখন একটু ঠিক আছি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। এখন একটু ভালই আছি।" প্রেম চোপড়ার পরিবার জানিয়েছিল, অভিনেতা এখন অনেকটাই ভাল আছেন এবং বিশ্রামে রয়েছেন।
3
6
শাহরুখ খান: জুলাই মাসে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন শাহরুখ খান। মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে চলছিল এই ছবির শুটিং। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় চোট পান কিং খান। তখনই জানা গিয়েছিল, শাহরুখের আঘাত এতটাই গুরুতর যে আগামী কয়েক মাস নাকি শুটিং করতে পারবেন না তিনি। কানাঘুষো, আঘাত খুব গুরুতরভাবে হয়নি। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। অ্যাকশন দৃশ্যে অভিনয় করাকালীন সেখানেই নাকি ছোট লাগে তাঁর। এরপর দীর্ঘ কয়েক মাসের বিরতির পর চলতি মাসেই কিং-এর শুটে ফিরেছেন শাহরুখ।
4
6
রকুল প্রীত সিং: চলতি বছরের ফেব্রুয়ারিতে বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে ফিরছেন নতুন উদ্যমে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ভয়াবহ শারীরিক ও মানসিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে গত এক বছরে। ২০২৪ সালের অক্টোবরে ঘটে যায় দুর্ঘটনা। শরীরচর্চার সময় ৮০ কেজি ডেডলিফট করতে গিয়ে, সেটিও আবার সেফটি বেল্ট ছাড়া, মারাত্মকভাবে চোট পান তিনি। প্রথমদিকে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও কয়েক দিনের মধ্যেই সেই ব্যথা ভয়ানক পর্যায় চলে যায়।
5
6
শেষ পর্যন্ত তাঁকে সম্পূর্ণ এক মাস বিছানায় থাকতে হয়, সম্পূর্ণ নড়াচড়া প্রায় নিষিদ্ধ হয়ে যায়। রকুল জানান, কেবল শারীরিক যন্ত্রণা নয়, মানসিক চাপটাও ছিল প্রবল। তবু ভেঙে পড়েননি। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত থেরাপি, কঠোর বিশ্রাম ও ধীরে ধীরে শারীরিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে নিজের মনোবল ধরে রেখেছিলেন তিনি।
6
6
নিক মোরান: ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের নজর করেছিলেন নিক মোরান। চলতি বছর এপ্রিল মাসে হঠাৎই তাঁর ঘাড় ও পিঠে তীব্র ব্যথা শুরু হওয়ার পর চিকিৎসকরা জানান, এটি মেরুদণ্ডের সাধারণ ব্যথা নয়। রীতিমতো ‘লাইফ থ্রেটেনিং’। এরপরই তাঁর দ্রুত অস্ত্রোপচার করা হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু টেরি স্টোন জানান, প্রথমদিকে নিক বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। পরে টেরি স্টোন জানিয়েছিলেন, অস্ত্রোপচার সফলভাবে হয়েছে, তবে এখানেই সব শেষ নয়। দীর্ঘ সময় ধরে বিশ্রাম ও ধারাবাহিক চিকিৎসার মধ্য দিয়েই ধীরে ধীরে সুস্থতার পথে ফিরতে হবে অভিনেতাকে।