আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরে ভারতের হেডস্যর গৌতম গম্ভীরের দিকে উড়ে এসেছে  সমালোচনার ঢেউ। 

এই প্রেক্ষিতে ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে পরামর্শ দিয়ে বলছেন,  লাল বলের ক্রিকেট সম্পর্কে ধ্যান ধারণা পরিষ্কার করতে রঞ্জি ট্রফিতে কোচ হিসেবে কাজ করা উচিত গম্ভীরের। 

পানেসরের মতে, সাদা বলের ফরম্যাটে গম্ভীর ভাল কোচ। কিন্তু রঞ্জি দলের দায়িত্ব গ্রহণ করলে অন্য কোচদের সঙ্গে আলোচনা করে লম্বা ফরম্যাটের জন্য দল তৈরি করতে পারবে। 

চতুর্দিক থেকে গম্ভীরের উদ্দেশে কটাক্ষ উড়ে আসার পরে দেশের ক্রিকেটমহলে ছড়িয়ে পড়ে টেস্ট দলের জন্য ভিভিএস লক্ষ্মণকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া ঘোষণা করে দিয়েছে,এগুলো সম্পূর্ণ গুজব। এই সব খবর সম্পূর্ণ ভিত্তিহীন। চুক্তি অনুযায়ী গৌতম গম্ভীরই দায়িত্ব সামলাবেন। 

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পানেসর বলেছেন, ''সাদা বলের ক্রিকেটে গৌতম গম্ভীর খুবই ভাল কোচ। সাফল্যও পাচ্ছে। রঞ্জি ট্রফিতে কোচিং করলে লাভবান হবে গম্ভীর। রঞ্জি ট্রফিতে যাঁরা কোচিং করিয়েছেন, তাঁদের কাছ থেকে গম্ভীর পরামর্শ পেলে জানতে পারবে লাল বলের ফরম্যাটে কীভাবে দলগঠন করতে হয়। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে টেস্টে ভারতীয় দল দুর্বল। এটাই বাস্তব ঘটনা। টেস্টে দল গোছাতে সময় লাগবে। তিন জন বড় প্লেয়ার অবসর নিলে বাকি খেলোয়াড়দের তৈরি করতে একটু সময়ই লাগে।'' 

ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের নিন্দা করে পানেসর বলেছেন, ''ওকে দেখে আত্মতুষ্ট বলে মনে হয়। আন্তর্জাতিক পর্যায়ে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে পারেনি শুভমান গিল।'' গিলের প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই পানেসরের। খেলা চলাকালীন মাঝেমধ্যেই অলস শট করে ফেলে শুভমান গিল। 

বিরাট কোহলির সঙ্গে গিলের তুলনা টেনে এনেছেন পানেসর। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার বলেছেন, কোহলির তীব্রতা ও আগ্রাসন তিন ফরম্যাটেই সমান। এই গুণ গিলের নেই বলেই মনে করেন পানেসর। 

গিল সম্পর্কে পানেসর বলেছেন, ''গিল প্রতিভাধর, এ বিষয়ে কোনও সন্দেহই নেই। তবে ও দ্রুত আত্মতুষ্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অলস শট করে ফেলে। এখানেই বিরাট কোহলির সঙ্গে পার্থক্য শুভমান গিলের। তিনটি ফরম্যাটেই কোহলির তীব্রতা ও আগ্রাসন প্রমাণিত। এখানেই পিছিয়ে রয়েছে গিল। তিনটি ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার মতো এখনও তৈরি নয় গিল।''