আজকাল ওয়েবডেস্ক: অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখলেন শাকিব আল হাসান। বিশ্বের প্রথম অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০০ উইকেট ও সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন। প্রথম বাঁ হাতি স্পিনার হিসেবে শাকিব ৫০০ টি-টোয়েন্টির মালিক হলেন। 

টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার পঞ্চম স্থানে রয়েছেন। আফগানিস্তানের রশিদ খান ৬৬০ টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। তাঁর পরেই রয়েছেন ডোয়েন ব্রাভো। তাঁর ঝুলিতে ৬৩১টি উইকেট। সুনীল নারিন ৫৯০টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের সংগ্রহে ৫৫৪ টি উইকেট। শাকিব ছাড়া পাঁচশো উইকেট ও সাত হাজার রান ছোঁয়ার মুখে আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকার সংগ্রহে ৪৮৭টি উইকেট। এই ফরম্যাটে ৯৩৬১ রানের মালিক তিনি।

আরও পড়ুন: বিস্ফোরক সেঞ্চুরি সঞ্জুর, নায়ক কিন্তু তাঁর সতীর্থ, মনে করালেন মিয়াঁদাদকে

অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে শাকিব তিনটি উইকেট নেন ১১ রানের বিনিময়ে। সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ২ ওভার হাত ঘোরান তিনি। তাঁর শিকার মহম্মদ রিজওয়ান, কাইল মেয়ার্স ও  নবীনা বিদায়ইসি। শাকিবের বোলিংয়ে ফ্যালকন্সরা ৯ উইকেটে ১৩৩ রানে আটকে রাখে প্যাট্রিয়টসদের। ৪৫৭ টি ম্যাচ থেকে শাকিবের সংগ্রহে ৫০২টি উইকেট। 

?ref_src=twsrc%5Etfw">August 25, 2025

 

রান তাড়া করতে নেমে শাকিব চার নম্বরে নামেন। ১৮ বলে ২৫ রান করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। একটি চার ও দুটি ছক্কা মারেন শাকিব। দু'বল বাকি থাকতে  ফ্যালকন্স সাত উইকেটে ম্যাচটি জিতে নেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য শাকিব প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। এটি শাকিবের ৪৪-তম ম্যাচ সেরার পুরস্কার। টি-টোয়েন্টি ফরম্যাটে শাকিবের মতোই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্যারিবিয়ান দৈত্য আন্দ্রে রাসেলে। রাসেলের থেকে কম ম্যাচ খেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। দেশের হয়ে তিনি বহুবার দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও শাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কথা সবারই জানা। সেই শাকিব এখন কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেও ম্যাচ জেতাচ্ছেন, ম্যাচের সেরা হচ্ছেন। 

বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে বলতে শোনা গিয়েছে, ''দলের প্রতি অবদান থাকলে ভালই লাগে। বিশেষ করে দল জিতলে। এর ফলে আত্মবিশ্বাস পাওয়া যায়। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্ব এসে গিয়েছে। আশা রাখি আমরা একই গতি বজায় রাখতে পারব।'' 

তরুণ ক্রিকেটারদের জন্য শাকিবের পরামর্শ, ''প্রতিটি দিন ক্রিকেট বদলে যাচ্ছে। দশ বছর আগে যেমন ছিল, তার থেকে অনেকটাই গতি বেড়ে গিয়েছে। ফলে মানসিকতা ও দক্ষতার প্রতি নজর দিতে হবে। দলের প্রতি অবদান রাখতে পেরে আমি খুশি। আশা করি আরও কয়েকটি ম্যাচে এরকমই পারফরম্যান্স দেখাতে পারব।''  শাকিব মানেই সব সময়ে ম্যাজিক। তিনি স্পিন বল করলেও তাঁর মানসিকতা ফাস্ট বোলারের মতো।  

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার সম্পর্ক ছিন্ন হল, ঘোষণা ড্রিম ইলেভেনের, এশিয়া কাপে কি তবে স্পনসর ছাড়াই নামবেন সূর্যকুমাররা?...