আজকাল ওয়েবডেস্ক: কেরল ক্রিকেট লিগ ফেরাল জাভেদ মিয়াঁদাদের স্মৃতি। কোচি ব্লু টাইগার্স ও কোল্লাম সেইলর্সের ম্যাচ ছিল। প্রথমে ব্যাট করতে নেমে কোল্লাম ২০ ওভারে করে ৫ উইকেটে ২৩৬ রান। বিষ্ণু বিনোদ ও অধিনায়ক শচীন বেবি যথাক্রমে ৯৪ ও ৯১ রান করেন। রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসন নায়ক বনে যান। যে সঞ্জুকে নিয়ে এত কথা হচ্ছিল, মনে করা হচ্ছিল এশিয়া কাপের প্রথম একাদশে তাঁর জায়গা হবে না, সেই সঞ্জু স্যামসন কিন্তু গৌতম গম্ভীর ও জাতীয় নির্বাচকদের কাছে বার্তা পৌঁছে দিলেন। ৫১ বলে ১২১ রান করেন তিনি। তবুও জয় অধরা ছিল সঞ্জুদের। বাকি কাজটা করেন মহম্মদ আশিক। তিনিই টাইগার্সকে জয় এনে দেন।
শেষ ওভারে টাইগার্সের ম্যাচ জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। প্রতিপক্ষের বোলার শরিফুদ্দিনকে প্রথম দু'বলে চার ও ছক্কা হাঁকান। তৃতীয় ডেলিভারিতে সিঙ্গলস নেন। ফ্রান্সিস জন স্ট্রাইক করতে চলে আসেন। চতুর্থ বলে সাত রানে ফেরেন জন। সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন। তবে রান আউট হলেও আশিক স্ট্রাইকে ফেরেন। পঞ্চম বলে রান নিতে পারেননি আশিক। ষষ্ঠ বলে জেতার জন্য দরকার ছিল ছয় রান। আশিক বিশাল এক ছক্কা মেরে ম্যাচ জেতান। চার উইকেটে ম্যাচ জিতে নেন তিনি। ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে কোচি দল আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সঞ্জু স্যামসনের মুখে হাসি খেলে যায়। কোচির হয়ে স্যামসন ১২১ রান করেন।
আরও পড়ুন: কেরলে মেসিদের প্রতিপক্ষ কোন দল? ২০ কিমি রোড শোয়ের আয়োজন, যুবরাজ-বরণের জন্য তৈরি হচ্ছে কেরল...
এর আগের ম্যাচে স্যামসন কিন্তু রানই পাননি। ২২ বলে ১৩ রান করায় তাঁকে নিয়ে চিন্তার উদ্রেক হয়েছিল। সেই ইনিংস খেলার পথে স্যামসন একটি বাউন্ডারি বা ছক্কা হাঁকাতে পারেননি।
Ever got to 100 and celebrated with your brother at the non-striker’s end? ???????????? pic.twitter.com/HcQOSbsKHY
— Rajasthan Royals (@rajasthanroyals)Tweet by @rajasthanroyals
সঞ্জু ৪২ টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৮৬১ রান করেছেন। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও দুটি পঞ্চাশ। গত বছর থেকে ওপেনার হিসেবে নেমে নতুন জীবন যেন পেয়েছেন সঞ্জু।এদিকে সঞ্জু প্রসঙ্গে আকাশ চোপড়া বলেছেন, ''অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জিতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে।''
6 WAS NEEDED ON THE FINAL BALL AND SIX IT WAS TO WIN IN KCL. ????pic.twitter.com/b9lrQMEWti
— Mufaddal Vohra (@mufaddal_vohra)Tweet by @mufaddal_vohra
গিলকে সহ অধিনায়ক করায়, স্যামসনের টি-২০ ভবিষ্যৎ নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। দলে থাকলেও তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। এই জল্পনা আরও বেড়েছে মুখ্য নির্বাচক একটি নির্দিষ্ট অর্ডারে নাম ঘোষণা করায়। স্যামসনের আগে শুভমন গিল এবং জীতেশ শর্মার নাম ঘোষণা করা হয়। শেষের দিকে সঞ্জু এবং রিঙ্কুর নাম ডাকা হয়। তাতেই মনে করা হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে গিল ওপেন করবে। উইকেটকিপার এবং ফিনিশারের ভূমিকায় থাকবে জীতেশ। মিডল অর্ডারে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল। রিঙ্কুর পরিবর্তে জীতেশকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। বর্তমানে সঞ্জুর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম একাদশে জায়গা নিঃসন্দেহে নড়বড়ে। তবে সঞ্জু নির্বাচকদের দেখিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটা ম্যাচ হাতে পাচ্ছেন। সঞ্জু সেঞ্চুরি হাঁকিয়ে কিন্তু এশিয়া কাপের আগে নির্বাচক থেকে অধিনায়ককে নিশ্চিন্ত করলেন।
