আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অভিযান শুরু করেছে ভারতীয় দল। সবার নজরে ছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু নজর কেড়ে নিলেন হেনিল প্যাটেল। তাঁর দাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে যায়। ৩৫.২ ওভারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিংস শেষ হয়ে যায় ১০৭ রানে। হেনিল প্যাটেল নেন পাঁচ-পাঁচটি উইকেট। দিনের শেষে তাঁর নামের পাশে লেখা ১৬ রানে পাঁচ উইকেট। সাত ওভার হাত ঘোরান হেনিল প্যাটেল। একটি মেডেন ওভার নেন। তাঁর প্রথম ওভারেই উইকেট পান হেনিল।

গুজরাটের ভালসাডে ২০০৭ সালে হেনিলের জন্ম। খুব অল্প বয়সে হেনিলকে ক্রিকেটে দিয়ে দেন তাঁর বাবা। স্থানীয় টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে হেনিল নজর কেড়ে নেন নির্বাচকদের। 

এখনও পর্যন্ত হেনিল ৩টি যুব টেস্টে নামেন। ১২টি যুব ওয়ানডে খেলেন। ২৮টি উইকেট তাঁর ঝুলিতে। গত মাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন হেনিল প্যাটেল। সেই টুর্নামেন্টে চারটি ম্যাচে পাঁচটি উইকেট নেন তিনি। 

এদিকে যাঁকে নিয়ে চর্চা হচ্ছিল, সেই বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শুরুটা ভাল করলেন না।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে সূর্যবংশী মাত্র চার বলে ২ রান করে ফিরে গেলেন। 

গতবছর আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৮ বলে শতরান করেন। ছেলেদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দেড়শো। মাত্র ৫৯ বলে শতরানে পৌঁছে যান। ইউথদের একদিনের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান বৈভবের। ৯৫ বলে ১৭১ রান করেন। ইউথ একদিনের ম্যাচে ৯৭৩ রান করেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির ইউথ একদিনের ম্যাচে ৯৭৮ রান টপকে যাওয়ার হাতছানি ছিল বৈভবের সামনে। কিন্তু সেই নজির গড়া হল না প্রথম ম্যাচে। বিরাটকে টপকে যাওয়াও হল না। পরবর্তী ম্যাচের দিকে এখন তাকিয়ে বৈভব। 

আরও একটি রেকর্ড গড়েন ভারতের বিস্ময় বালক। বিশ্বের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার নজির গড়লেন সূর্যবংশী। কানাডার নীতীশ কুমারের রেকর্ড ভাঙলেন। 

২০১০ সালে ১৫ বছর ২৪৫ দিন বয়সে এই নজির গড়েন। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙে দিলেন। কিন্তু ব্যাট হাতে সূর্যবংশীর কাছ থেকে মারমুখী ইনিংস আশা করেছিলেন ভক্তরা। বৈভব এদিন ব্যর্থ হন। পরের ম্যাচে তাঁর কাছ থেকে বিধ্বংসী ইনিংস দেখা যাবে বলেই মনে করা হচ্ছে।