আজকাল ওয়েবডেস্ক: বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা আচম্বিতেই মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৫টি প্রথম শ্রেণি, ১১টি লিস্ট এ ম্যাচে বাংলার হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন।
সিএবি-র ভিশন ২০২৮ ক্য়াম্পের গুরুত্বপূর্ণ কোচিং স্টাফ তিনি।
তিনি একাধারে বোলার ও ব্যাটার। বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক ১৯৮৬-৮৭ মরশুমে। এহেন অজয় ভার্মার প্রয়াণে শোকস্তব্ধ সিএবি।
অজয় ভার্মা ২৫টি প্রথম শ্রেণির ম্যাচের কেরিয়ারে ১২৬৩ রান করেন। করেন তিনটি সেঞ্চুরি। তার মধ্যে সর্বোচ্চ ১৬২।
তিনি ডান হাতি অফ ব্রেক বোলার। ৪৬টি উইকেট তাঁর ঝুলিতে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং পারফরম্যান্স।
বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে অজয় ভার্মা ছিলেন ধারাবাহিক। ব্যাট ও বলে সমান ভাবে পারফর্ম করে গিয়েছিলেন।
১৯৯৭-৯৮ মরশুমে অজয় ভার্মা প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তাঁর ক্রিকেট কেরিয়ার ১২ বছরের।
১১টি লিস্ট এ ম্যাচে অজয় ভার্মা ৩৪৩ রান করেন। সেই সঙ্গে সাতটি উইকেটও নেন।
এহেন অজয় ভার্মাই ভিশন ২০২৮-এর গুরুত্বপূর্ণ কোচিং সদস্য ছিলেন। বয়সভিত্তিক দলগুলোর কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তাঁর হঠাৎ প্রয়াণে কলকাতা ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।
