আজকাল ওয়েবডেস্ক: আচম্বিতে হলটা কী! আইসিসি-র প্রকাশিত ব্যাটিং ক্রমতালিকা থেকে উধাও হয়ে গেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুই তারকাই। টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও সরে গিয়েছেন আগেই। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার খেলেছিলেন রোহিত শর্মা। তারপর আর টিম ইন্ডিয়া একদিনের আন্তর্জাতিক খেলেননি হিটম্যান। তবুও আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্কের শেষ নেই, কী বলছেন পাক কিংবদন্তি?

বিরাট কোহলি ছিলেন চার নম্বরে। কিন্তু আইসিসি-র ক্রমতালিকা এদিন দেখার পরে ভক্তদের চোখ বিস্ফারিত। কোথায় গেলেন রোহিত-বিরাট? প্রথম একশো জনের মধ্যেও নেই ভারতের দুই তারকা ব্যাটার। 

রোহিত ও কোহলিকে আইসিসি-র তালিকায় না দেখে ক্রিকেটপাগলরা তো অবাক। বিভ্রান্ত। শুরু হয়ে যায় জল্পনা। কী কারণে দুই ক্রিকেটারের নাম নেই তালিকায়? প্রযুক্তিগত কোনও ত্রুটি কি? কারও মতে এটা আইসিসি-র ভুল। কেউ আবার মনে করছেন, দুই তারকা হয়তো অবসর নিয়ে ফেলেছেন। সেই কারণে তাঁদের নাম রাখা হয়নি। আসল ঘটনাই ধরা যাচ্ছে না।  

বাবর আজম ছিলেন তিন নম্বরে। তিনি এখন উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষস্থানে রয়েছেন শুভমান গিল। তবে বাকিদের নিয়ে সেরকম কোনও উৎসাহ ক্রিকেটপ্রেমীদের নেই। বিরাট-কোহলির অন্তর্ধান রহস্যের কুলকিনারা করতে চাইছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিরাট ও রোহিত। আইসিসি-র দিকে সমালোচনার তীর ছোড়া হলেও সর্বোচ্চ নিয়ামক সংস্থা এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি। আসলে গত কয়েকমাস ধরে ভারতের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে যা চলছে, তাতে ভক্তদের মনে  চিন্তার আর অন্ত নেই। সেই কারণেই ভক্তদের মনে হচ্ছে তাহলে হয়তো দুই তারকা অবসরই নিয়ে ফেলেছেন। 

রোহিত ও বিরাট দু’‌জনেই দেশের হয়ে শেষ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাঁচ ম্যাচে রোহিত করেছিলেন ১৮০ রান। ভারতীয়দের মধ্যে রানের তালিকায় তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ। সেই রোহিত ও বিরাট নেই আইসিসির ক্রমতালিকায়। তার উপরে দেশীয় ক্রিকেট যে দিকে মোড় নিচ্ছে, তাতে অনেকেই মনে করছেন, ওয়ানডে ফরম্যাটেও রোহিত শর্মার দিন শেষ হয়ে এসেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চাইছে না রোহিত খেলুন। 

আরও পড়ুন: 'লজ্জিত হয়েছিলাম ইস্টবেঙ্গলকে দেখে, অস্কারের এই দল কিন্তু...', সেমি-যুদ্ধের আগে আনোয়ারদের সতর্ক করলেন