আজকাল ওয়েবডেস্ক:  চীনে এক অদ্ভুত ও অপ্রত্যাশিত প্রবণতা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। শিশুদের জন্য তৈরি পেসিফায়ার বা ডামি (যা সাধারণত শিশুকে শান্ত ও নিশ্চুপ রাখতে ব্যবহৃত হয়), সেটিই এখন প্রাপ্তবয়স্কদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। অনেকে একে বলছেন “অ্যাডাল্ট পেসিফায়ার”। দাবি করা হচ্ছে, এই রাবার বা সিলিকনের তৈরি সামগ্রী নাকি স্ট্রেস কমায়, ঘুম আনতে সাহায্য করে এবং এমনকি ধূমপান ছাড়তেও কাজে লাগে।

কেন ব্যবহার করছেন বড়রা?

চীনের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে যেমন Taobao ও JD.com-এ, ১০ ইউয়ান (প্রায় ১২০ টাকা) থেকে ৫০০ ইউয়ান (প্রায় ৬,০০০ টাকা) দামের এই “অ্যাডাল্ট পেসিফায়ার” বিক্রি হচ্ছে। কিছু দোকান মাসে কয়েক হাজার ইউনিট পর্যন্ত বিক্রি করছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন—“পেসিফায়ারটি নরম ও আরামদায়ক। এটি মুখে রাখলে ধূমপানের ইচ্ছে কমে যায়।” “অফিসে প্রচণ্ড চাপের সময় ব্যবহার করলে মনে হয় শিশুকালের নিরাপত্তায় ফিরে গিয়েছি।” “ঘুম না এলে এটি মুখে নিলেই স্বস্তি আসে।” মনোবিজ্ঞানীরা বিষয়টিকে “রিগ্রেশন ফেনোমেনন” বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ অতিরিক্ত চাপের সময়ে অনেক মানুষ শিশুকালের অভ্যাস বা নিরাপত্তাজনক জিনিসের দিকে ফিরে যান।

চিকিৎসকদের সতর্কবার্তা

তবে চিকিৎসক ও দন্ত বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিচুয়ান প্রদেশের দন্তচিকিৎসক ডা. ট্যাং কাওমিন জানিয়েছেন- দিনে তিন ঘণ্টার বেশি পেসিফায়ার ব্যবহার করলে দাঁতের গঠন ও অবস্থান পরিবর্তিত হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে চোয়ালের আকার বদলাতে পারে, খাবার চিবোনোতে অসুবিধা হতে পারে এবং এমনকি কথা বলার সমস্যাও দেখা দিতে পারে। ঘুমের মধ্যে মুখে পেসিফায়ার থাকলে শ্বাসকষ্ট এমনকি শ্বাসরোধের ঝুঁকিও থেকে যায়। মনোবিজ্ঞানীরাও সতর্ক করে বলছেন, এই অভ্যাস হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু প্রকৃত সমস্যার সমাধান করে না। বরং স্ট্রেস বা উদ্বেগের মূল কারণ এড়িয়ে গিয়ে মানুষ “অস্থায়ী সান্ত্বনা”-তে আটকে পড়তে পারেন।

সীমা ছাড়িয়ে যাচ্ছে ফ্যাড

চীনের অনলাইন বাজারে শুরু হলেও, এখন এই প্রবণতা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতেও। টিকটক ও ইনস্টাগ্রামে আমেরিকা ও ইউরোপের তরুণরা নিজেদের ভিডিও পোস্ট করছেন—যেখানে ট্রাফিক জ্যামে, অফিস মিটিংয়ে বা মানসিক চাপে তারা মুখে পেসিফায়ার নিয়ে বসে আছেন। কেউ একে তুলনা করছেন স্ট্রেস বল, ফিজেট স্পিনার বা ওয়েটেড ব্ল্যাঙ্কেটের সঙ্গে—অর্থাৎ আধুনিক “স্ট্রেস কালচারের” আরেকটি উপায় মাত্র।

আরও পড়ুন: ঘন্টার পর ঘন্টা হাঁটা নয়, নতুন জাপানি পদ্ধতিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা নতুন ফিটনেস ট্রেন্ড


বর্তমান দ্রুতগতির জীবনে মানসিক চাপ, উদ্বেগ ও ঘুমের সমস্যা দিন দিন বাড়ছে। এর বিরুদ্ধে কেউ ধ্যান করেন, কেউ ব্যায়াম করেন, আর কেউবা খুঁজে নিচ্ছেন এমন অদ্ভুত উপায়। অ্যাডাল্ট পেসিফায়ার সেই তালিকায় নতুন সংযোজন। তবে বিশেষজ্ঞরা বলছেন—স্বস্তি মিললেও এর স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হতে পারে। তাই চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের মতে, “সমস্যা থেকে পালিয়ে নয়, বরং সমস্যার মুখোমুখি হয়েই সমাধান খুঁজতে হবে।”