বেতনভোগী কর্মীদের কাছে প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা। অবসর জীবনে কিংবা জরুরি প্রয়োজনে এই সঞ্চয় বড় সহায়ক হয়ে ওঠে।
2
12
বাস্তবে দেখা যায়, পিএফ তোলার সময় বহু কর্মীই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েন। সামান্য কিছু ভুলের কারণে তাঁদের ইপিএফ দাবি বাতিল হয়ে যায়। এরফলে মানসিক চাপের পাশাপাশি আর্থিক অসুবিধাও বৃদ্ধি হয়।
3
12
বিশেষজ্ঞদের মতে, ইপিএফের দাবি বাতিল হওয়া নিয়ে যতটা সকলে চিন্তিত হন তার চেয়ে এটি অনেক বেশি সাধারণ ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই এর পেছনে থাকে নথিগত ভুল, তথ্যের অমিল অথবা কিছু প্রযুক্তিগত ত্রুটি।
4
12
ইপিএফ দাবি বাতিল হওয়ার সবচেয়ে বড় কারণ হল অসম্পূর্ণ বা ভুল কেওয়াইসি তথ্য। আধার, প্যান কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ যদি আপডেট না থাকে বা নিয়োগকর্তার দ্বারা যাচাই না হয়, তাহলে ইপিএফও দাবি বাতিল করতে পারে।
5
12
অনেক সময় নামের বানানে সামান্য পার্থক্য—যেমন আধার কার্ড ও পিএফ পোর্টালে নামের অমিল—দাবি বাতিলের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য জয়েন্ট ডিক্লারেশন ফর্ম জমা দিতে হয়।
6
12
ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডও বড় সমস্যা। ইপিএফও সাধারণত জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রহণ করে না, যদি না সেটি স্বামী-স্ত্রীর নামে হয়।
7
12
আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলে বা ব্যাঙ্ক মার্জারের কারণে আইএফএসসি কোড পরিবর্তিত হলে আপনার দাবি আটকে যেতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করে পুনরায় অনুমোদন নিতে হয়।
8
12
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার সংযুক্ত ও যাচাই করা বাধ্যতামূলক। আধার লিঙ্ক না থাকলে পিএফ তোলার আবেদন সরাসরি বাতিল হতে পারে। একইভাবে বর্তমান চাকরির সঙ্গে যুক্ত নয় এমন ইউএএন ব্যবহার করলেও দাবি গৃহীত হয় না।
9
12
এছাড়া, ইপিএফ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কারণেই টাকা তোলা যায়। ভুল কারণ নির্বাচন করলে বা চাকরির মেয়াদের তথ্য ইপিএফও ও নিয়োগকর্তার নথির সঙ্গে না মিললে সমস্যা তৈরি হয়। কোনও বকেয়া পাওনা থাকলেও দাবি আটকে যেতে পারে।
10
12
দাবি বাতিল হলে কী করবেন? প্রথমেই সমস্ত নথি ও তথ্য ভালোভাবে যাচাই করুন। পেনশন সংক্রান্ত দাবির ক্ষেত্রে ফর্ম ১৯ ও ফর্ম ১০সি একসঙ্গে জমা দেওয়া ভাল।
11
12
নিয়মিত ইপিএফ পোর্টালটি ট্র্যাক করলে সমস্যা দ্রুত ধরা পড়ে। যদি দরকার মনে হয় তাহলে নিকটবর্তী ইপিএফ অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
12
12
ইপিএফ দাবি বাতিল হওয়ার বেশিরভাগ কারণই ছোট এবং সংশোধনযোগ্য। তথ্য আপডেট রাখা ও আবেদন করার আগে দু’বার যাচাই করলেই পিএফ তোলার প্রক্রিয়া অনেক সহজ ও দ্রুত হতে পারে।