রোমান্টিক ঘরানার ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে দেখতে পছন্দ করেন তাঁর অনুরাগীরা। ভরপুর রোম্যান্সে ঘেরা ছবিতে যদি থাকে অ্যাকশন? আর সেইসঙ্গে যদি থাকে ভৌতিক গল্পের ছোঁয়া তাহলে কেমন হয় বলুন তো? এই সবকিছুর মিশেলেই আসছে পরিচালক মারুতির আগামী ছবি 'দ্য রাজা সাব'।

 

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্তকে। বহু বছর আগে থেকেই দক্ষিণী ছবির জগতে তাঁর কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন সঞ্জয় দত্ত। অভিনেতার ৬৬ তম জন্মদিনে ছবির নির্মাতারা প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম ঝলক। পাকা চুল, দাঁড়ি আর রহস্যময় দৃষ্টিতে এ যেন‌ এক অচেনা 'সঞ্জু বাবা'। অন্ধকার ঘরে মাকড়শার জালের ভিতর থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে তাঁকে। সঞ্জয় দত্তের প্রথম ঝলক, ছবির ভৌতিক আবহ আরও যেন বাড়িয়ে তুলেছে। 

 

আরও পড়ুন:  নাতনির জন্মের পর জামাই দীপঙ্করকে 'অপরাধী' বলে কটাক্ষ চাঁদনীর! কবে মায়ের সঙ্গে মিল হবে অহনার?

 


সঞ্জয় দত্ত নিজের কেরিয়ারে বরাবরই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তবে এই ধরনের একটি কঠিন ও বলিষ্ঠ চরিত্রে তাঁকে আবারও বড়পর্দায় দেখতে পাওয়া, তা নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের জন্য এক বড় প্রাপ্তি।

 

এই ছবিতে প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী মালবিকা মোহননকে। এই জুটিকে প্রথমবার বড়পর্দায় দেখার জন্য উৎসাহিত অনুরাগীরা। পরিচালকের কথায়, এই ছবির চিত্রনাট্য এমনভাবে তৈরি করা হয়েছে যে, দর্শকের ভাল লাগতে বাধ্য। বহুদিন পর আবারও তথাকথিত বানিজ্যিক ঘরানার ছবিতে দর্শক দেখবেন প্রভাসকে। তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দি এই চার ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। শুরুতে এই ছবি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বারবার পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তির দিনক্ষণ। তবে বর্তমানে সবকিছু ঠিকঠাক। তাই জানা গিয়েছে, চলতি বছর ৫ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। 

 


প্রসঙ্গত, সঞ্জয় দত্তের জন্মদিনে স্ত্রী মান্যতার শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে নেটিজেনদের। সমাজমাধ্যমে সঞ্জয়ের সঙ্গে ছবি, ভিডিও দিয়ে একটি রিল বানিয়েছেন মান্যতা। সঙ্গে লিখেছেন, 'হ্যাপি বার্থডে মাই লাভ, আমার সাইয়ারা। তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিনই যেন‌ মনে হয় একটা উপহার। কিন্তু আজ আমরা তোমার অসাধারণ ব্যক্তিত্বকে উদযাপন করছি। শক্তি, সাহস ও ভালবাসার আরেকটি আশীর্বাদপূর্ণ বছর উদযাপন করছি তোমার সঙ্গে।'

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Maanayata Dutt (@maanayata)