২০২৬-এ জং ধরা ভাগ্যের তালা খুলতে বাড়ি থেকে এখনই সরান এই ৬ 'অশুভ' জিনিস
নিজস্ব সংবাদদাতা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৯ : ১৭
শেয়ার করুন
1
7
ভাঙা বা নষ্ট জিনিস যেমন ভাঙা বাসন, বন্ধ ঘড়ি বা মেরামত না করা আসবাব ঘরে নেতিবাচক শক্তির প্রতীক। এসব নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক করুন, নইলে ফেলে দিন। ছবি: প্রতীকী
2
7
মেয়াদোত্তীর্ণ খাবার, ওষুধ ও প্রসাধনী শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং ঘরে নেতিবাচক শক্তিও বহন করে, এসব নষ্ট করুন। ছবি: প্রতীকী
3
7
বহুদিন ব্যবহার না করা বা আর মানানসই নয় এমন পোশাক ও আনুষঙ্গিক জিনিস আলমারিতে অপ্রয়োজনীয় ভিড় তৈরি করে,ভালো অবস্থার কাপড় দান করলে জায়গা ও মানসিক স্বস্তি দুটোই বাড়ে। ছবি: প্রতীকী
4
7
পুরোনো সংবাদপত্র, বিল, ম্যাগাজিন ও অপ্রয়োজনীয় কাগজপত্র জমে থাকলে তা মানসিক ও শারীরিক বিশৃঙ্খলার সৃষ্টি করে,অপ্রয়োজনীয় কাগজ রিসাইকেল করুন এবং দরকারি নথি ডিজিটাল করে রাখুন। ছবি: প্রতীকী
5
7
নষ্ট ইলেকট্রনিক্স, পুরোনো মোবাইল, কাজ না করা রিমোট ও জট পাকানো তার ঘরে অযথা জঞ্জাল বাড়ায়, যা মেরামতযোগ্য তা ঠিক করুন, বাকিটা ই-ওয়েস্ট হিসেবে রিসাইকেল করুন। ছবি: প্রতীকী
6
7
শুকনো ফুল, মৃত বা মরে যাওয়া গাছ ঘরের ইতিবাচক শক্তি কমিয়ে দেয় বলে মনে করা হয়, এগুলো সরিয়ে তাজা ফুল বা সহজ যত্নের সবুজ গাছ লাগান। ছবি: প্রতীকী
7
7
অপ্রয়োজনীয় ও ব্যবহারহীন জিনিসপত্র সরিয়ে ঘর পরিষ্কার রাখলে শুধু জায়গাই নয়, বরং নতুন বছরের জন্য মানসিক স্বচ্ছতা, ইতিবাচক ভাবনা ও নতুন সম্ভাবনার জায়গাও তৈরি হয়। ছবি: প্রতীকী