২০২৬-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ ২১ জুলাই। তাই স্বাভাবিকভাবেই এবারের 'একুশে জুলাই' রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিন। কলকাতার ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। জেলা থেকে আসা হাজার হাজার বাসে তৃণমূল কর্মী-সমর্থকে ছেয়ে গিয়েছে মহানগরীর রাস্তাঘাট। সকাল থেকেই ধর্মতলায় ভিড় জমতে শুরু করেছে। পায়ে হেঁটে শহরের প্রাণকেন্দ্রমুখী মানুষ।
এদিকে, তীব্র রোদ আর গরমের জেরে সভার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। অসুস্থ হয়ে পড়েন সেলেব সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুন: 'ছ'বছর পর নিজেকে ফিরে পেলাম..,'২১-এর মঞ্চে ফিরে আর কী বললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র?
সদ্যই বহু বছর পর অভিনয়ে ফিরেছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের পরিচালনায় 'বাৎসরিক'-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার একুশের মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি। এখন কেমন আছেন অভিনেত্রী? আজকাল ডট ইন-কে শতাব্দী রায় তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

অভিনেত্রীর কথায়, "এত রোদ, গরমে খুব অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরছিল আমার। এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারব না। দলের সদস্যরা বুঝতে পেরে জল দেন, কিছুতেই শারীরিক পরিস্থিতি ঠিক হচ্ছিল না। তাই বাড়িতে চলে আসি। এখন একটু সুস্থ লাগছে। আমার সঙ্গে শত্রুঘ্ন সিনহাও ছিলেন। ওঁকেও খুব অসুস্থ অবস্থায় দেখলাম। দলের সদস্যরা আছেন ওঁর সঙ্গে।"
জানা যাচ্ছে, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল আছে তারকাদের। অসুস্থ তারকাদের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই, তাঁদের খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী, খবর এমনটাই।
আরও পড়ুন: শুটিংয়ে ‘গুলিবিদ্ধ’ হয়েছিলেন শিল্পা শিরোদকর! কী ঘটেছিল সেদিন? জানালেন অভিনেত্রী নিজেই
২১ জুলাই মানেই রাজনীতিবিদ ও বিনোদন তারকাদের সমাবেশ ৷ রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড়ে প্রতিবারের মতো এবারেও একুশের মঞ্চে নজর কাড়তে চলেছে তারকা সমাবেশ। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’। প্রতিবারই টলিপাড়ার এক ঝাঁক তারকার উপস্থিতি লক্ষ্য করা যায়। যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরা তো বটেই, সঙ্গে থাকেন তৃণমূল ঘনিষ্ঠরাও। এবারও সেই চেনা ছবির দেখা মিলবে। এবারও রয়েছেন সংস্কৃতি জগতের বহু মানুষ। টেলিভিশন থেকে বড়পর্দা, বাদ গেলেন না কোনও মাধ্যমের তারকারাই।
আরও পড়ুন: 'সাইয়ারা' ঝড়ে কাঁপছে দেশ! হাতে সেলাইন নিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখতে এলেন 'অসুস্থ' যুবক
প্রসঙ্গত, এবারের ২১-এর মঞ্চে 'ঘর ওয়াপসি' হল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর। তৃণমূল ছেড়ে ২০১৯-এ বিজেপি-তে যোগ দেন রূপাঞ্জনা মিত্র। আর আজ ২০২৫-এ, ঠিক ছ'বছর পর ফের ২১ জুলাইয়ের মঞ্চে ফিরে এলেন অভিনেত্রী। এবার ২১-এ্য মঞ্চে দেখা গেল তাঁকে। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মনোমালিন্য সবকিছু মিটে গিয়েছে। পুরনো জায়গায় ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি।
আজকাল ডট ইন-কে রূপাঞ্জনা বলেন, "সত্যিই মনে হচ্ছে ঘর ওয়াপসি হল। অনেককিছু শিখেছি এই কয়েকটা বছরে। আজ আবার শহিদ তর্পণ মঞ্চে ফিরে খুব ভাল লাগছে। আরও একবার প্রথমদিনের মতোই ঝালিয়ে নিচ্ছি সবটা।"
