২০২১ সালের 'ম্যাজিক' থেকে শুরু। এরপর এক এক করে 'লাভ ম্যারেজ', 'মির্জা', ইত্যাদি ছবিতে জুটি বেঁধেছেন অফস্ক্রিন জুটি ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা। এমনকী অভিনেতার আগামী প্রযোজিত ছবি 'নারী চরিত্র বেজায় জটিল' -এও রয়েছেন তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে কি তিনি এখানে স্বজনপোষণ ওরফে 'নেপোটিজম'-এর বদলে 'প্রেমোটিজম' করছেন? কী জবাব দিলেন?
বিভিন্ন ইন্ডাস্ট্রি, মূলত বলিউডে 'নেপোটিজম' নিয়ে বেশ চর্চা হয়। স্বজনপোষণ আর কী! এবার সেটা কি অন্য ফর্ম বা শেপে বাংলাতেও শুরু হল? ছবি প্রযোজনা করলে তাতে প্রেমিকাকে নিতেই হবে? 'প্রেমোটিজম' করছেন অঙ্কুশ হাজরা? কেন তাঁর অনেক ছবিতেই ঐন্দ্রিলার দেখা মেলে, কী জানালেন আজকাল ডট ইনকে? অভিনেতার এই বিষয়ে সাফ জবাব, "ও তো অনেক আগে থেকে কাজ করছে। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসিনি, তার আগে থেকে কাজ করছে। আমি নিজে একজন ভাল অভিনেত্রী চাই, ফলে নিজের স্বার্থেই ওকে নিই।"
এদিন অভিনেতা জানান, তিনি ঐন্দ্রিলাকে তবে একাধিক ছবিতে নিলেও সচেতন থাকেন। কিন্তু কোন বিষয়ে? অঙ্কুশ খোলসা করে জানান, "তবে হ্যাঁ, একটা বিষয় আমার মাথায় আছে, এমনকী ওরও আছে যে রিপিট হওয়া ঠিক না। একঘেয়েমি চলে আসবে, বা কিছু হয়ে যাবে যদি না এক গল্প একদম আলাদা হল। তখন লোকে বলবে, বাবা একে তো কখনও এভাবে দেখিনি, বা কিছু। যেটা হওয়াটা সবসময় সম্ভব নয়। তাছাড়া সবারই সবার সঙ্গে কাজ করা উচিত। আমার অন্যের সঙ্গে, ওর অন্যের সঙ্গে কাজ করা উচিত। ওটা আমাদের সবারই মাথায় আছে। কিন্তু তারপরও ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তার কারণ আজকের বাংলার বাজারে কোথাও না কোথাও এই যে ও নিজের ছবি ভেবে করে, যেন ওরও এতে টাকা বিনিয়োগ করা আছে, সেটা প্রযোজক হিসেবে আমার খুব হেল্প হয়।"
কেবল এটা নয়। আরও একটি কারণ রয়েছে ঐন্দ্রিলাকে তাঁর ছবিতে নেওয়ার। কী সেই দ্বিতীয় কারণ? অঙ্কুশের কথায়, "দ্বিতীয় এবং সবথেকে জরুরি কারণ, পারফর্মার হিসেবে। আমার ছবিতে ভাল পারফর্মার লাগবে, সেই স্বার্থে নেব। আর তাছাড়া, নতুন যাঁরা কাজ করতে এসেছে তাঁদের মধ্যে ওই ডেডিকেশন নেই। সিনেমার শুটিং শেষ, তো শেষ। তাঁদের প্রমোশনের ডেট পেতে ঘাম ঝরে যায়। ইন্টারভিউয়ের জন্য ডেট পেতে ঘাম ঝরবে।"
কেবল অঙ্কুশ নন, ঐন্দ্রিলা সেনও এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তাঁর মতে, অঙ্কুশের ছবি না হয়ে, অন্য কারও ছবি হলেও তিনি আরও বেশি করে তাতে যুক্ত থাকার চেষ্টা করেন। তাঁর মূল উদ্দেশ্য থাকে যাতে বেশি মানুষের কাছে তাঁর ছবি পৌঁছায়।
প্রসঙ্গত, আগামীতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা সেনকে 'নারী চরিত্র বেজায় জটিল' ছবিতে দেখা যাবে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ এ মুক্তি পাবে ছবিটি।
