সম্প্রতি শুটিং চলাকালীন গুরুতর আহত হন পরিচালক, অভিনেতা সাজিদ খান। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার একটি অস্ত্রোপচার করা হয় তাঁর। বর্তমানে কেমন আছেন, কী আপডেট সবটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর দিদি ফারাহ খান। 

সূত্রের খবর শনিবার শুটিং করছিলেন সাজিদ খান। সেই সময় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তাঁর পা ভেঙেছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে একতা কাপুরের প্রযোজিত একটি প্রজেক্টের সেটে। তবে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি ঠিক আছেন বলেই জানিয়েছেন ফারাহ খান। 

ফারাহ খান এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাজিদ খানের দুর্ঘটনার যে খবর প্রকাশ্যে এসেছে সেটা সত্য। এবং তাঁর যে অস্ত্রোপচার হয়েছে সেটা সফল হয়েছে। বর্তমানে তিনি ভাল আছেন। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন। 

প্রসঙ্গত, সদ্যই, গত মাসে অর্থাৎ নভেম্বরে ৫৫ তম জন্মদিন উদ্‌যাপন করেছেন সাজিদ খান। তাঁর এই বিশেষ দিনটিতে তিনি তাঁর নিকট বন্ধু এবং পরিবারের সঙ্গে কাটান। ফারাহ খান ভাইয়ের জন্মদিনের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানে সাজিদ খানকে কেক কেটে দেখা যাচ্ছিল। ফারাহ নিজেই ভিডিওটি রেকর্ড করেছিলেন। 

সাজিদ খান বহুদিন পর আবারও পরিচালক হিসেবে ফিরতে চলেছেন। এর আগে তিনি হাউজফুল, হামসকল, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন। আর এই কামব্যাক করার আগে তিনি জানিয়েছেন বর্তমান সময়ে হিরো খুব কম পড়ে রয়েছে হিন্দু ছবিতে। তাঁর মতে আজকের দিনে, আর কেউ হিরো নয়। মুখ্য অভিনেতা। আগেকার দিনে যাঁদের হিরো বলা হতো তাঁদের স্টাইল, দায়িত্ববোধ ছিল। এখন কেবল অভিনেতারা রয়েছেন, যাঁরা মুখ্য ভূমিকায় অভিনয় করেন। আগের তুলনায় বলিউড অনেক বদলে গিয়েছে বলেও তিনি দাবি করেন। তাঁর মতে আগে নায়কদের জিমে কসরত করে তৈরি করা চেহারা, সিক্স প্যাক অ্যাবস এসব লাগত না নজরকাড়ার জন্য। তখনকার দিনে নায়কদের এক্সপ্রেশন, চোখ, কথা বলার ভঙ্গি শেষ কথা ছিল।