টলিউডের অনস্ক্রিন তো বটেই, অফস্ক্রিনের অন্যতম পছন্দের জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। আগামী বছরের একদম গোড়াতেই মুক্তি পাচ্ছে তাঁদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। সেই ছবি মুক্তির আগে আজকাল ডট ইনের কাছে রীতিমত বোমা ফাটালেন নায়িকা! জানালেন তাঁদের নাকি সন্তান আছে।
কী ঘটেছে? নারী চরিত্র বেজায় জটিল নিয়ে আলোচনার মাঝেই এই ছবির আগামী গানের প্রসঙ্গ ওঠে, যে গানে দেখা যাবে বিয়ের সিন। সেই বিষয়ে কথা বলতে গিয়েই আজকাল ডট ইনের তরফে বলা অঙ্কুশ এবং ঐন্দ্রিলার বিয়ে হলে তাঁদের বাচ্চা নিয়ে প্রশ্ন করা যেত। নিছকই মজা করেই বলা এই কথার জবাবেই অভিনেত্রী বলেন যে তাঁদের সন্তান আছে। তিনি বলেন, "হয়ে গেছে তো বাচ্চা। লুকানো আছে।" বলাই বাহুল্য তিনিও এদিন এই জবাব মজা করেই দিয়েছেন। আপাতত তাঁরা খাতায় কলমে সিঙ্গল, তবে চুটিয়ে প্রেম করছেন।
এই বিষয়ে কিছুদিন আগেও প্রেমিক তথা অভিনেতাকে নিয়ে মজা করেছিলেন ঐন্দ্রিলা সেন। প্রজাপতি ২ ছবির প্রিমিয়ারে সাংবাদিকরা অঙ্কুশ কবে বাবা হবেন জিজ্ঞেস করলে ঐন্দ্রিলা সটান বলে বসেন, "আপাতত অঙ্কুশদা ডান্ডা টুডুং টুডুং করছে। তারপর তো বাবা হবে।" তাঁর এই জবাব শুনে হেসে কুটোপুটি সকলে।
একই সঙ্গে তাঁদের গায়ে কবে 'প্রজাপতি' বসবে, অর্থাৎ কবে সাতপাকে বাঁধা পড়বেন জানতে চাইলে তিনি বলেন, "আমি তো ওকে ভিমরুল ভাবতাম, প্রজাপতি কবে হয়ে গেল?" কিন্তু কবে বিয়ে করবেন সেটা খোলসা করেননি। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন। কিন্তু কবে গাঁটছড়া বাঁধবেন সেটা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, ইতিমধ্যেই নারী চরিত্র বেজায় জটিল ছবির টিজার এবং ট্রেলারের পাশাপাশি নজর কেড়েছে এই ছবির দুটি গান, কেটে ফুটেসে এবং ডান্ডা ২.০। দুটি গানই শ্রোতাদের বেশ মনে ধরেছে। একটি তো তার মধ্যে শিলাজিৎ মজুমদারের জনপ্রিয় গান। আরেকটি শুনে অনেকেই জানিয়েছেন ২০১৩-১৪ সালের সময় ফিরে এসেছে যখন টিভিতে এই ধরণের বাণিজ্যিক ছবির গান দেখানো হতো।
নারী চরিত্র বেজায় জটিল ছবিটি আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে। এখানে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। অভিনেতাকে একজন ওয়েডিং প্ল্যানারের চরিত্রে দেখা যাবে।
