সম্প্রতি হাসপাতালে বসে দু'টো ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিরণ রাও। জানিয়েছেন তাঁর স্বাস্থ্যের বিষয়ে একটি গুরুতর আপডেট। কিন্তু এত সবের মাঝেও নজর কাড়ল তাঁর হাতে থাকা হাসপাতালের ব্যান্ডটি। বিচ্ছেদের পর বহু বছর কেটে গিয়েছে। আমির খান নতুন সম্পর্কে জড়িয়েছেন, যদিও প্রাক্তন স্ত্রীর সঙ্গে এখনও ভাল সম্পর্ক, কিন্তু খাতায় কলমে তো আলাদা। তারপরেও প্রাক্তন স্বামীর নাম এখনও ব্যবহার করেন কিরণ! 

সম্প্রতি কিরণ রাও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন, সেখানেই তিনি জানিয়েছেন ২০২৬ এ প্রবেশের আগে তাঁর স্বাস্থ্যে একটি জটিলতা দেখা দিয়েছিল। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে তাঁর। এখন কেমন আছেন, কেমন চিকিৎসা পেয়েছেন সেসবই তিনি জানিয়েছেন এই পোস্টে। কিরণ রাও তাঁর পোস্টে হাসাপাতালের ডাক্তার সহ নার্স এবং অন্যান্য স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন, প্রশংসা করেছেন তাঁর যত্ন নেওয়ার জন্য। এমনকী পরিবার এবং বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর ক্ষোভ নেওয়ার জন্য। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। রয়েছেন বাড়িতে। 

তবে এদিন কিরণ যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে একটি ছবিতে তাঁকে হাসপাতালের পোশাক পরে সোফায় বসে খেতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে তাঁর হাতে হাসপাতালের ব্যান্ড দেখা যাচ্ছে। আর সেই ব্যান্ডে তাঁর নামের পাশে লেখা 'কিরণ আমির খান রাও'। 

কিরণ তাঁর পোস্টে লেখেন, 'এখানে আমি যখন একদম প্রস্তুত পার্টি করে ২০২৬ -এ প্রবেশ করার জন্য, ঠিক তখনই আমার অ্যাপেন্ডিক্স আমায় রিমাইন্ডার পাঠাল। মনে করাল গতি ধীর করার জন্য। গভীর শ্বাস নিয়ে ধন্যবাদ জানানোর কথাও মনে করাল।' একই সঙ্গে তিনি জানান, 'আমার ছুটি হয়ে গিয়েছে, আমি বাড়ি ফিরে এসেছি। ২০২৫ সালটা আমার, আমাদের ভাল কেটেছে। আশা করব ২০২৬ সালও ভালয়, মজা এবং ভরপুর ভালবাসায় কাটবে। সঙ্গে বাতাসের কোয়ালিটি ভাল হবে।' 

আমির খানের প্রথম পক্ষের মেয়ে ইরা খান সৎ মায়ের এই পোস্টে মন্তব্য করেছেন। করণ জোহর থেকে শুরু করে তিলোত্তমা সোম সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

প্রসঙ্গত, আমির খানের দ্বিতীয় স্ত্রী হলেন কিরণ রাও। ২০০২ সালে প্রথম স্ত্রী রিনা দত্তকে ডিভোর্স দিয়ে ২০০৫ সালে বিয়ে করেন কিরণ রাওকে। তাঁদের এক সন্তান আছে, আজাদ রাও খান। বিয়ের প্রায় দুই দশকের মাথায় বিবাহিত জীবনে ইতি টানেন তাঁরা। ২০২১ সালে আইনত আলাদা হন। এরপর গত বছর ৬০ বছরের জন্মদিনের সময় প্রেমিকার সঙ্গে আলাপ করান আমির খান। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনও সুসম্পর্ক বজায় আছে বলিউডে মিস্টার পারফেকশনিস্টের।