আজকাল ওয়েবডেস্ক: অনেকের কাছেই আয়কর প্রদান একটি ভারী বোঝার মতো মনে হতে পারে। তবে বিশ্বে এমনও কয়েকটি দেশ রয়েছে যেখানে দিতে হয় না কোনও কর। নাগরিকরা তাঁদের উপার্জিত অর্থের প্রতিটি পয়সা নিজের কাছেই রাখতে পারেন। ভারতের মতো প্রগতিশীল কর স্ল্যাবযুক্ত দেশগুলিতে যেখানে সর্বোচ্চ আয়কর হার ৩৯ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে [৩৯ শতাংশ সংখ্যাটি সম্ভবত খুব উচ্চ আয়ের জন্য কার্যকর করের হারকে বোঝায়। সর্বোচ্চ সারচার্জ হার (যা পাঁচ কোটি টাকার বেশি আয়ের জন্য প্রদেয় করের উপর ৩৭ শতাংশ পর্যন্ত হতে পারে) এবং সেস (৪ শতাংশ) অন্তর্ভুক্ত করার পরে]। সেই তুলনায় এই ‘করমুক্ত’ দেশগুলি সাধারণত ভিন্ন আর্থিক মডেলে কাজ করে।
শূন্য-আয়কর বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে উপসাগরীয় দেশগুলি। সংযুক্ত আরব আমিরশাহি (UAE), সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান এবং কুয়েতের মতো দেশগুলি ব্যক্তিগত বেতন বা আয়ের উপর কোনও প্রত্যক্ষ কর আরোপ করে না। পরিবর্তে তাদের সরকারগুলি তাদের বিশাল তেল ও গ্যাসের মজুদ, ক্রমবর্ধমান পর্যটন খাত এবং মূল্য সংযোজন কর (VAT) এর মতো পরোক্ষ করের উপর নির্ভর করে। এই অনন্য অর্থনৈতিক কাঠামো দেশের জনগণকে করমুক্ত জীবন উপভোগ করতে দেয়। এর ফলে তাঁদের ব্যয়যোগ্য আয় সর্বাধিক।

এর মধ্যে, সংযুক্ত আরব আমিরশাহি একটি প্রধান উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। তেল এবং সমৃদ্ধ পর্যটন শিল্পের দ্বারা পরিচালিত এর অর্থনৈতিক দক্ষতা নিশ্চিত করে যে দেশের নাগরিকদের কোনও আয়কর দিতে হবে না। এর ফলে সংযুক্ত আরব আমিরশাহি একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে। যা বিশ্বজুড়ে পেশাদারদের আকর্ষণ করছে, যাঁরা লাভজনক চাকরির সুযোগ খুঁজছেন এবং তাঁদের পুরো আয় ধরে রাখার উল্লেখযোগ্য সুবিধাও রয়েছে।
শূন্য আয়করের ধারণাটি কেবল উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ নয়। ব্রুনেই, মোনাকো, নাউরু এবং বাহামা-সহ এশিয়া ও ইউরোপের ছোট, ধনী দেশগুলিও এই আকর্ষণীয় সুবিধা প্রদান করে থাকে দেশের জনগণকে। ব্রুনেইয়ের শক্তিশালী তেল ও গ্যাস আয় এবং নাউরু এবং বাহামার সমৃদ্ধ পর্যটন খাত পর্যাপ্ত সরকারি রাজস্ব প্রদান করে। যার ফলে ব্যক্তিগত আয়করের প্রয়োজনীয়তা থাকে না তেমন।
আরও পড়ুন: পাকিস্তানের বন্ধু তুরস্কও কি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম? উত্তরটি আপনাকে অবাক করে দেবে
এই দেশগুলির আর্থিক শক্তির মূলে রয়েছে তাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ অথবা শক্তিশালী পর্যটন শিল্প। যদিও সরাসরি আয়কর না নিলেও সরকার প্রায়শই জনসাধারণের ব্যয় মেটাতে ভ্যাট এবং অন্যান্য চার্জ প্রয়োগ করে থাকে।
ভারতে নয়া কাঠামোয় ০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নেই। ৪-৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ %, ৮-১২ লক্ষ পর্যন্ত টাকা - ১০%, ১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫% , ১৬-২০ লক্ষ টাকা পর্যন্ত ২০%, ২০-২৫ লক্ষ টাকা পর্যন্ত ২৫% এবং ২৫ লক্ষ টাকার উপরে ৩০% কর দিতে হবে।
বাজেট ভাষণে নয়া কর কাঠামোর ঘোষমা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন কাটামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের কোনও কর দিতে হবে না। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলবে ৭৫ হাজার পর্যন্ত। অর্থাৎ, মোট ১২ লক্ষ ৭৫ হাজার পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছে।
