মিল্টন সেন: বাংলার দাপটে জাতীয় হ্যান্ডবলের আসর থেকে হারিয়ে গেল গুজরাট। লোকমুখে প্রচলিত দিদি-মোদির লড়াই। বুধবার মণিপুরকে হারিয়ে প্রি-কোয়াটার ফাইনালে ওঠে বাংলা হ্যান্ডবল দল।
বৃহস্পতিবার সকালে বড় ব্যবধানে লাক্ষাদ্বীপকে হারিয়ে কোয়াটার ফাইনালে ওঠে বাংলা দল। স্বাভাবিক কারণেই প্রত্যাশা বাড়ে বাংলার সমর্থকদের।
বৃহস্পতিবার কার্যত সেই বাংলা বনাম গুজরাটের লড়াই চাক্ষুষ করলো দর্শকরা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটে যায় এক ঘন্টা। ৫৪তম জাতীয় হ্যান্ডবলের আসর জমে উঠেছে চুঁচুড়া নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায়।
বৃহস্পতিবার কোয়াটার ফাইনালে গুজরাট ও পশ্চিম বাংলা মুখোমুখি হয়। চরম উত্তেজনার মধ্যে দিয়ে অতিবাহিত হয় খেলার এক ঘন্টা। প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলা দল।
প্রথমার্ধেই বাংলা ১১ গোলের ব্যবধানে গুজরাটকে পেছনে ফেলে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলা দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোর বোর্ডে ভেসে ওঠে বাংলা ২৫, গুজরাট ৮ গোল। খেলা যত এগোতে থাকে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
চুঁচুড়ায় খেলা হওয়ার সুবাদে নেতাজি সুভাষ স্পোর্টস এরিনার ইনডোর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সমর্থন ছিল বাংলা দলের দিকেই। ফলে, উজ্জীবিত হয়ে ছিলেন খেলোয়াড়রাও।
একের পর এক গোল, আর করতালির আওয়াজে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের অধিকাংশ সময় গুজরাটের গোলের সামনেই খেলতে দেখা যায় আক্রমণাত্মক বাংলা দলের খেলোয়াড়দের।
অবশেষে গুজরাটকে ১৮ গোলে পরাজিত করে বাংলা। স্কোর দাঁড়ায় বাংলা ২৮, গুজরাট ১০ গোল। নকআউট পর্যায় প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় গুজরাটকে।
