বড়দিন মানেই আলো-ঝলমল সাজ, কেকের দোকানে লম্বা লাইন আর লাল পোশাকে সান্তা ক্লজের উপহারের ঝুলি।ক্রিসমাস ট্রি থেকে ঝুলতে থাকা মোজায় কিংবা বালিশের কভারের ভিতরে হাতড়ালেই মেলে রংবেরঙের কত রকম উপহার। এখন আর শুধু শিশুদের জন্যই নয়, বন্ধুবান্ধব থেকে অফিসের সহকর্মী কিংবা মনের মানুষটিকেও উপহার দেওয়ার প্রচলন শুরু হয়েছে। আসলে উপহার তো শুধু মনের আনন্দ নয়, সম্পর্কের উদযাপনের মাধ্যমও। এবছর সিক্রেট সান্তা হয়ে কাছের মানুষদের চমকে দিন।
*২ থেকে ৫ বছরের শিশুদের জন্য খেলনা সবচেয়ে উপযোগী। সফট টয়, রঙিন ব্লক, মিউজিক্যাল খেলনা বা ছবি আঁকার বই-এই উপহারগুলো শিশুদের ইন্দ্রিয় বিকাশে সাহায্য করে।
*৬ থেকে ১০ বছরের শিশুদের পাজল, লেগো, বোর্ড গেম, সায়েন্স কিট বা ম্যাজিক সেটের মতো উপহার এখন বেশ জনপ্রিয়। শিশুকে খেলাধুলার সামগ্রীও দিতে পারেন।
*বড়দিনের উপহার হিসেবে অনেক অভিভাবক এখন আর্ট অ্যান্ড ক্রাফট কিট, স্কেচ পেন, রংতুলি বেছে নিচ্ছেন। আঁকা, কাটা-ছেঁড়ার কাজ শিশুদের সৃজনশীলতা বাড়ায়-এই ভাবনাই বদলে দিচ্ছে উপহারের তালিকা।
*সাধারণ চকলেট আর ক্যান্ডির বদলে স্বাস্থ্যকর স্ন্যাকস বা হোমমেড কুকিও জায়গা করে নিচ্ছে সান্তার ঝুলিতে।
*ছোট হোক কিংবা বড় উপহার হিসেবে বইয়ের জুড়ি মেলা ভার। ছোটদের জন্য ছবি-সহ গল্প, অ্যাডভেঞ্চার সিরিজ বেছে নিতে পারেন।
*খুদে সদস্যের সান্তাক্লজ থিম বেশ পছন্দের। বিছানার চাদর থেকে ঘরের আনাচেকানাচে, সবই সান্তার সাজে নতুন কায়দায় সাজিয়ে তুলতে পারেন। উপযুক্ত সময়ে বাজিয়ে দিন জিঙ্গল বেল। তাহলেই খুদে মন ভরবে খুশিতে।
*শুধু উপহার নয়, সান্তার নামে লেখা একটি ছোট চিঠি বা হাতে লেখা কার্ড শিশুদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। দামি গিফটের চেয়েও এই ছোট চমকই বড়দিনের সেরা মুহূর্ত হয়ে থাকবে সারাজীবন।
*কিশোর-কিশোরীদের উপহার হোক ট্রেন্ডি। তালিকায় থাকুক হেডফোন, ব্লুটুথ স্পিকার, স্মার্ট নোটবুক, কাস্টমাইজড ফোন কভার বা প্রিয় লেখকের বই। ফ্যাশন নিয়ে আগ্রহ থাকলে স্কার্ফ, হুডি বা ক্যাপও ভাল পছন্দ।
*মনের মানুষের জন্য পার্সোনালাইজড মগ, ফটোফ্রেম, হাতে লেখা চিঠি, সুগন্ধি, জুয়েলারি বা স্কিনকেয়ার কিট দিতে পারেন। একসঙ্গে সময় কাটানোর উপহার হিসেবে ডিনার ভাউচার, ছোট ট্রিপের পরিকল্পনা-বড়দিনকে স্মরণীয় করে তুলবে।
*মা–বাবা বা দাদু–ঠাকুমার জন্য শাল, কম্বল, ম্যাসাজার, হার্বাল চা সেট, পছন্দের বই বা ধর্মীয় সঙ্গীতের অডিও উপহার দিতে পারেন। সঙ্গে যত্নের বার্তা থাকলে সেটাই সবচেয়ে বড় উপহার।
*অফিসের সহকর্মী বা বন্ধুদের জন্য থাকুক ডেস্ক প্ল্যান্ট, কফি মগ, ক্যান্ডেল, চকোলেট হ্যাম্পার, নোটপ্যাড বা পেন সেট। উপহার ইউনিসেক্স ও ব্যবহারিক হলে সকলেই খুশি হবেন।
বড়দিনে সান্তার উপহারে দাম নয়, যত্ন আর ভালবাসাই থাকুক আসল মোড়ক!
