আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের আইপিএলের একটি অংশে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে দেখা যাবে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র অনুযায়ী, আগামী ১৬ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত আইপিএলের বেশ কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকবেন মুস্তাফিজুর।

আগামী বছরের আইপিএলের আগে অনুষ্ঠিত নিলামে ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কেকেআর। পাশাপাশি শ্রীলঙ্কা তারকা পেসার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় দলে ভিড়িয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।

তবে আইপিএল সূচির সঙ্গে বাংলাদেশের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি মিলে যাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, আইপিএল চলবে ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। যদিও মুস্তাফিজুর বাংলাদেশের নিয়মিত ওয়ানডে দলে খুব একটা সুযোগ পান না। তবে টি-টোয়েন্টি দলে তিনি গুরুত্বপূর্ণ সদস্য।

রিপোর্টে আরও বলা হয়েছে, বিসিবি মুস্তাফিজুরকে আংশিক ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দেবে। এর ফলে তিনি ওয়ানডে সিরিজে অংশ নেবেন না, শুধুমাত্র দেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফের আইপিএলে যোগ দেবেন।

মুস্তাফিজুরের পাশাপাশি আইপিএলের মিনি-নিলামে কার্যত শক্তি প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান এই তিন তারকাকে দলে নিয়ে নজর কেড়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

পাশাপাশি দলে গভীরতা বাড়াতে ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র এবং কেকেআরে খেলে যাওয়া পুরনো মুখ টিম সেইফার্ট ও রাহুল ত্রিপাঠীকেও ফেরানো হয়েছে।

তরুণ ভারতীয় প্রতিভাদের উপর বিশেষ জোর দেওয়াই ছিল কেকেআরের নিলাম কৌশলের মূল লক্ষ্য। নিলামে কেকেআর সবচেয়ে বড় বাজি খেলেছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে টানটান লড়াইয়ের পর ২৫.২০ কোটি টাকায় গ্রিনকে দলে নেয় কেকেআর। এর ফলে আইপিএল নিলামের ইতিহাসে গ্রিন হয়ে যান সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে ৬৩ ম্যাচে ৯৬৪ রান করা গ্রিন আইপিএলে দু’টি মরশুমে ৭০৭ রান করেছেন ১৫৩.৭০ স্ট্রাইক রেটে, যার মধ্যে একটি অপরাজিত শতরানও রয়েছে।

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে দলে নিতে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াইয়ে নামে কেকেআর। শেষ পর্যন্ত ১৮ কোটি টাকায় তাঁকে দলে নেয় তারা।

২০২৩ সালে আইপিএল জয়ী এই ২২ বছরের পেসার টি-টোয়েন্টিতে ১০১ ম্যাচে নিয়েছেন ১৩৬ উইকেট। আইপিএলে ৩২ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪৭, যা কেকেআরের বোলিং আক্রমণকে আরও ধারালো করবে। কেকেআরে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যামেরন গ্রিন।

তিনি বলেন, ‘আইপিএলে কেকেআরের অংশ হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। ইডেন গার্ডেন্সে নামার এবং সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মুখিয়ে আছি।’

গ্রিনের মতো উচ্ছ্বসিত পাথিরানাও। তরুণ ভারতীয় ক্রিকেটারদের তুলে ধরার লক্ষ্যে আনক্যাপড খেলোয়াড় তেজস্বী সিং (৩ কোটি), কার্তিক ত্যাগী (৩০ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ), সার্থক রঞ্জন (৩০ লক্ষ) এবং দক্ষ কামরাকে (৩০ লক্ষ) দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।