আজকাল ওয়েবডেস্ক: আমাদের বেশিরভাগই প্রতিদিন ভারতীয় রুপির প্রতীক (₹) দেখতে পাই। এটি দোকানের বোর্ড, ব্যাঙ্ক নোট এবং ডিজিটাল স্ক্রিনে দেখা যায়। প্রতীকটি এখন এতটাই পরিচিত যে আমরা খুব অল্প সংখ্যক লোকই জানি যে যে এর উৎপত্তি কোথা থেকে। কিন্তু এই নকশার নেপথ্যে যে গল্পটি রয়েছে তা অনেকেই জানেন না। ভারতের মুদ্রাকে নতুন রূপ দেওয়া এই প্রতীকের 'পর্দার আড়ালে'র গল্পটি তুলে ধরে একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে।

২০১০ সাল পর্যন্ত ভারতে কোনও সরকারি মুদ্রার প্রতীক ছিল না। জনগণ কেবল ‘রুপি’ ব্যবহার করতেন- একটি সরল সংক্ষিপ্ত রূপ যার কোনও প্রকৃত পরিচয় ছিল না। কেন্দ্রীয়  সরকার যখন একটি নতুন প্রতীক খুঁজে বার করার জন্য একটি জাতীয় নকশা প্রতিযোগিতা আয়োজন করে তখন পরিস্থিতি বদলে যায়।

বিজয়ী নকশাটি তৈরি করেছিলেন উদয় কুমার নামে একজন তরুণ স্থপতি। তাঁর প্রতীকটি ছিল দেবনাগরী 'র' (र) এবং রোমান ‘R'-এর একটি সুন্দর সংমিশ্রণ। এটি ছিল সহজ, আধুনিক এবং তাৎক্ষণিকভাবে চেনা যায়। স্বাভাবিকভাবেই, উদয় স্পটলাইট পেয়ে যান। তাঁর প্রতীকটি ভারতীয় মুদ্রার মুখ হয়ে ওঠে।

প্রতীকটির স্রষ্টা বলেন, "প্রতিযোগিতার পাঁচ বছর আগে, আরও একজন স্থপতি- নন্দিতা কোরিয়া-মেহরোত্রা- একই ধারণা পোষণ করেছিলেন। ২০০৫ সালে তিনি একটি মৌলিক কিন্তু শক্তিশালী প্রশ্ন করেছিলেন, কেন ভারতীয় মুদ্রার জন্য একটি সঠিক প্রতীক নেই?"

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Tall Storeys Collaborative (@tallstoreys)