আজকাল ওয়েবডেস্ক: পাঁচে পাঁচ। কলকাতা প্রিমিয়ার লিগে আবির্ভাবেই টগবগ করে ছুটছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। কোচ ইয়ান ল’র ছেলেরা দেখাল পিছিয়েও কীভাবে ফিরে আসতে হয়। জয় তুলে নিতে হয়। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও ৪–৩ গোলে জয় তুলে নিল ইউকেএসসি। এই নিয়ে প্রিমিয়ারে টানা পাঁচ ম্যাচ জয়। আর তা রীতিমতো দাপটের সঙ্গে।
সোমবার খেলা ছিল ব্যারাকপুর স্টেডিয়ামে। প্রতিপক্ষ সাদার্ন সমিতি। টানা বৃষ্টির জন্য মাঠের অবস্থা ভাল ছিল না। তবুও সেই মাঠেই ফুল ফোটালেন রাহুল ভিপি, ভিনিল পুজারী, তুহিন সিকদার, প্রজ্ঞান সুন্দররা।

খেলাটা শুরু করেছিল ইউকেএসসি। কিন্তু গতির বিরুদ্ধে ও গোলকিপার অভিলাষ পালের ভুলে পিছিয়ে পড়ে তারা। কিন্তু দমে যায়নি। কয়েক মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে। রাহুল ভিপি ও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২–১ এগিয়ে যায় ইউকেএসসি। তখন রীতিমতো ত্রাহি ত্রাহি রব সাদার্ন রক্ষণে। কিন্তু বিরতির কিছুক্ষণ আগেই ফের রক্ষণের ভুলে আত্মঘাতী গোলে সমতা ফেরায় সাদার্ন।
বিরতিতে খেলার ফল ছিল ২–২। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার দেখা গেল উল্টো ছবি। প্রতিপক্ষ কিছুটা চেপে ধরতে ভুল করতে শুরু করে ইউকেএসসি। তখনই আচমকা সাদার্নের ৩–২ এগিয়ে যাওয়া। কিন্তু দমে না গিয়ে ফের লড়াইয়ে ফেরে ইউকেএসসি। একটা সময় খেলা হচ্ছিল ইউকেএসসি আক্রমণ বনাম সাদার্ন রক্ষণের। হাজার চেষ্টা করেও ঠেকিয়ে রাখা যায়নি ইউকেএসসিকে। অধিনায়ক প্রজ্ঞান সুন্দরের বাঁ পায়ের চমৎকার প্লেসিংয়ে ৩–৩ হয়। আর সাদার্ন গোলে শেষ পেরেক পুঁতে দেন জীতেন মুর্মু। জয়সূচক গোল তাঁরই।
আরও পড়ুন: কথা বললেই টাকা কেটে নেবে! কেন এ কথা বললেন বুমরা জেনে নিন
গত মরশুমের মতো রাহুল ভিপি এবারও বড্ড সুন্দর। গোটা মাঠ জুড়ে খেলেন। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে একাধিকবার লম্বা শট নিলেন। একটা পোস্টে লেগে ফিরল। না হলে জয়ের ব্যবধান আরও বাড়ত। ইউকেএসসি’র একটি গোল বাতিল হল অফসাইডের জন্য।
প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা। গত মরশুম থেকেই দেখা গেছে ইউকেএসসি’র ম্যাচ মানেই গ্যালারিতে সমর্থকদের ঢল। এদিনও তাঁর অন্যথা হয়নি। সারাক্ষণ চিৎকার করে গেলেন প্রিয় দলকে জেতানোর জন্য। বৃষ্টির মধ্যেও ইউকেএসসি ভক্তরা হাজির প্রিয় দলকে জেতানোর জন্য। এটাই মনে হয় ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের সবচেয়ে বড় ইউএসপি।
এর আগে রেনবো, খিদিরপুরকে হারিয়ে এসেছিল ইউকেএসসি। তার মধ্যে কল্যাণীতে খিদিরপুরকে তো চার গোলে হারিয়েছিল তারা। গোল করেছিলেন ভিনিল পুজারী, জিতেন মুর্মু, আকাশ ওঁরাও এবং তুহিন সিকদার। এদিনও গোল পেলেন জীতেন। শুরুতে এদিন কিছুটা নিষ্প্রভ ছিলেন। কিন্তু তিনিই এনে দিলেন মূল্যবান তিন পয়েন্ট।
গতবার প্রথম ডিভিশনে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠেছিল ইউকেএসসি। আর এবার প্রিমিয়ারে টানা পাঁচ ম্যাচ জয়। কোচ ইয়ান ল’র পাশাপাশি কৃতিত্ব প্রাপ্য ফুটবলার ও সাপোর্ট স্টাফদের। ম্যানেজমেন্টকেও কুর্নিশ করতে হবে একটা ভাল দল গড়ার জন্য। এই ইউকেএসসি কিন্তু আগামীতে আরও বড় হয়ে উঠবে। তার প্রমাণ এদিন ব্যারাকপুরে রেখে গেলেন ইয়ান ল’র ছেলেরা। বলা যায় ‘এটা তো ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়।’
