আজকাল ওয়েবডেস্ক: নাটকীয়তায় মোড়া লর্ডস টেস্ট। জেতার জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। কিন্তু লাঞ্চের সময়ে ভারত সমস্যায়। হার বাঁচানোর জন্য লড়ছে শুভমান গিলের দল। মধ্যাহ্নভোজের ঠিক আগে নীতীশ রেড্ডি ফিরে গেলেন। ফলে সবার নজর এখন রবীন্দ্র জাদেজার উপরে। তিনি কি ভারতকে নিয়ে যেতে পারবেন নিরাপদ ঠিকানায়? পারবেন কি জয় এনে দিতে?
এই পরিস্থিতিতে আম্পায়ার পল রাইফেলের তীব্র সমালোচনা করেন ভারতের  প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি নিজে সমালোচনা করেন রাইফেলের। সেই সঙ্গে তাঁর বাবার বক্তব্যও তুলে ধরেছেন। তাঁর বাবা বলেছেন, ''রাইফেল আম্পায়ারিং করলে ভারত জিতবে না।'' পরিস্থিতি কি সেই দিকে মোড় নিচ্ছে? 
 
 ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে অন ফিল্ড আম্পায়ার  অস্ট্রেলিয়ার পল রাইফেল ও বাংলাদেশের শরফুদ্দৌলা শহীদ। আম্পায়ারদের সিদ্ধান্ত সমালোচিত হয়েছে টেস্ট চলাকালীন। 
ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আম্পায়ার রাইফেল ঠিকঠাক সিদ্ধান্ত নিলে রুটের ইনিংস আরও সংক্ষিপ্ত হত। তাহলে ভারতের টার্গেটও কম হত।

মহম্মদ সিরাজের বলে রুটের বিরুদ্ধে আবেদন করেছিল ভারত। রাইফেল সেই যাত্রায় আউট না দেওয়ায় ডিআরএসে আম্পায়ার্স কল বহাল থাকে। অশ্বিন বলেন, ''পল রাইফেলের বিষয়ে আমি বলব না যে তুমি এটা আউট দাও, এটা আসল ব্যাপার নয়। ভারত যখন বোলিং করে, তিনি মনে করেন এটা নটআউট। আর ভারত যখন ব্যাটিং করে, তিনি মনে করেন এটা আউট। এটা যদি শুধু ভারতের বিরুদ্ধে না হয়ে অন্য দেশের বিপক্ষেও হয়, তাহলে আইসিসির বিষয়টাতে নজর দেওয়া উচিত।''
এদিকে লর্ডস টেস্টের ফলাফল হতে চলেছে এক ইনিংসে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ও ভারত করেছিল ৩৮৭ রান। এক ইনিংসেই ম্যাচের নিষ্পত্তি হতে চলেছে। পল রাইফেলের আরও একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্রাইডন কার্সের বলে শুভমান গিলকে আউট দিয়েছিলেন রাইফেল। কিন্তু ডিআরএসে দেখা যায় ব্যাট আর বলের মধ্যে ব্যবধান ছিল অনেকটা।
এই প্রসঙ্গে অশ্বিন বলেন, ''আমার একটা সেডন কার আছে। ওই ব্যাট-বলের গ্যাপের ভেতরে গাড়িটা পার্ক করা যাবে। এটা পরিষ্কার নটআউট ছিল। তবে এটাই কিন্তু প্রথম ঘটনা নয়। আমার বাবা আমার পাশে বসে খেলে দেখছিলেন। তিনি আমাকে বলেন, পল রাইফেল থাকলে আমরা জিতব না।''

শুধু অশ্বিন নন, রাইফেলের সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলেকেও। ধারাভাষ্যের সময় তিনি বলেন, ''মনে হচ্ছে পল রাইফেল সিদ্ধান্ত নিয়েই রেখেছেন তিনি ভারতের বোলিংয়ের সময়ে আউটই দেবেন না।''
Yes. Paul Reiffel is very very biased, never gives decisions in India’s favor. ICC should seriously think of replacing him. He’s been consistently below avg. just like his bowling. https://t.co/P3kBxxr9Ze
— JaiKulki (@Jaikulki)Tweet by @Jaikulki
লর্ডস টেস্টে দুই দল এখন পর্যন্ত রাইফেলের মোট ১১টি সিদ্ধান্ত নিয়ে রিভিউ চেয়েছে। ভারতই নিয়েছে ৯টি। পল রাইফেল নিজে বোলার ছিলেন। বোলারদের সুখ-দুঃখের অনুভূতি জানার কথা তাঁর। সেই পল রাইফেলই সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। সমালোচিত হচ্ছেন। অশ্বিনের বাবা বলে দিচ্ছেন, এই আম্পায়ার থাকলে ভারত কোনওদিন ম্যাচ জিতবে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরও কিন্তু বিষয়টার দিকে নজর দেওয়া উচিত।
আরও পড়ুন: 'প্লেয়াররা রোবট নয়', সিরাজের পক্ষে সওয়াল ইংল্যান্ডের প্রাক্তন তারকার
