আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিবাহ বিচ্ছিন্না স্ত্রী সানিয়া আশফাক জানিয়ে দিলেন তৃতীয় পার্টির জন্যই তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে।
এর আগে পাকিস্তানের অবসরপ্রাপ্ত ক্রিকেটার ইমাদ ওয়াসিম ঘোষণা করেছিলেন তাঁর ও সানিয়ার ছ'বছরের বৈবাহিক সম্পর্ক শেষ। দু'জনের মধ্যে অন্তহীন সংঘাত থামার কোনও লক্ষ্মণই নেই। সেই কারণে ডিভোর্সের পথে যেতে হল তাঁকে।
ইনস্টাগ্রামে পোস্ট করে এই খবর জানিয়েছিলেন ইমাদ। ২০১৯ সালে ইমাদ ও সানিয়ার বিয়ে হয়েছিল।
সোশ্যাল মিডিয়া পোস্টে ইমাদ তাঁর ভক্তদের কাছে অনুরোধ করেন, তাঁদের ব্যক্তিগত জীবনকে যেন সম্মান করা হয়। তাঁদের সম্পর্কে মিথ্য কোনও তথ্য যেন প্রচার করা না হয়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @sannia_ashfaq2
সানিয়া আশফাক নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''অত্যন্ত যন্ত্রণা নিয়ে আমি এই লেখা লিখতে বসেছি। আমার ঘর সংসার ভেঙে গিয়েছে। আমার সন্তানদের ছেড়ে চলে গিয়েছে ওদের বাবা। আমি তিন সন্তানের মা। তাদের মধ্যে একজন রয়েছে পাঁচ মাসের সদ্যোজাত। এটা গল্প নয়। তবে আমার নীরবতাকে যেন দুর্বালতা হিসেবে ধরা না হয়। আর পাঁচটা বিয়ের মতো আমাদের বিয়েতেও সমস্যা ছিল। আমি স্ত্রী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। পরিবারকে ভাল রাখার জন্য আন্তরিক ছিলাম। তবে তৃতীয় পার্টির জন্য আমার ঘর সংসার ভাঙল। আমার স্বামীকে বিয়ে করার ইচ্ছা তৃতীয় পার্টির। আর সেই কারণেই আমাদের সম্পর্ক ভেঙে গেল।''