আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিবাহ বিচ্ছিন্না স্ত্রী সানিয়া আশফাক জানিয়ে দিলেন তৃতীয় পার্টির জন্যই তাঁদের বিয়ে ভেঙে গিয়েছে। 

এর আগে পাকিস্তানের অবসরপ্রাপ্ত ক্রিকেটার ইমাদ ওয়াসিম ঘোষণা করেছিলেন তাঁর ও সানিয়ার ছ'বছরের বৈবাহিক সম্পর্ক শেষ। দু'জনের মধ্যে অন্তহীন সংঘাত থামার কোনও লক্ষ্মণই নেই। সেই কারণে ডিভোর্সের পথে যেতে হল তাঁকে। 

ইনস্টাগ্রামে পোস্ট করে এই খবর জানিয়েছিলেন ইমাদ। ২০১৯ সালে ইমাদ ও সানিয়ার বিয়ে হয়েছিল। 

সোশ্যাল মিডিয়া পোস্টে ইমাদ তাঁর ভক্তদের কাছে অনুরোধ করেন, তাঁদের ব্যক্তিগত জীবনকে যেন সম্মান করা হয়। তাঁদের সম্পর্কে মিথ্য কোনও তথ্য যেন প্রচার করা না হয়। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by @sannia_ashfaq2