আজকাল ওয়েবডেস্ক: ছক্কা হাঁকানোয় দক্ষ অভিষেক শর্মা। ভারতের জার্সিতেই তা দেখা গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে নামার আগে আরও একবার অভিষেক শর্মাকে দেখা গেল অন্য অবতারে।
নেট সেশনে ছক্কার বন্যা বইয়ে দেন তিনি। ২০২৫ সালে জাতীয় দলের হয়ে ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন ঘরোয়া ক্রিকেটে শুরু করেছেন বাঁ হাতি ওপেনার।
অনন্তম ক্রিকেট গ্রাউন্ডে নেট সেশনে প্রায় এক ঘণ্টার কাছাকাছি ব্যাট করেন অভিষেক। আর ওই এক ঘণ্টায় তিনি ৪৫টি ছক্কা হাঁকান। স্পিনার-বান্ধব পিচে তিনি বড় শট খেলার মহড়া দিয়ে নেন। এই পিচে বড় শট খেলা সহজ নয়। হঠাৎই বল ওঠে। আবার নামে। শর্ট বল সমস্যার কারণ হয়ে ধরা দিচ্ছিল। কিন্তু তাঁর ফুটওয়ার্ক আরও ঝামেলায় ফেলেনি বাঁ হাতি ওপেনারকে।
কয়েকটা ডেলিভারি তাঁকে পরাস্ত করলেও দ্রুত তিনি নিজেকে শুধরে নেন। নিয়মের জন্য অভিষেক মাঝের পিচে ব্যাট করেননি। কোচের সঙ্গে কথা বলেন, তাঁর পরামর্শ নেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক শর্মা এক নম্বর ব্যাটার। তাঁকে থামিয়ে রাখার পরিকল্পনা করেও ব্যর্থ হন প্রতিপক্ষের বোলাররা। সেই অভিষেক শর্মা দারুণ ছন্দে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে নেমে তিনি যে বিপক্ষ বোলারের রাতের ঘুম কেড়ে নেবেন একথা বলাই বাহুল্য।
