আজকাল ওয়েবডেস্ক: বেন ডাকেটকে আউট করার পর আগ্রাসী সেলিব্রেশনে মাতেন মহম্মদ সিরাজ। যার ফলে তারকা পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। লর্ডস টেস্টের চতুর্থ দিন এই ঘটনা ঘটে। এবার সিরাজের পক্ষে সওয়াল করলেন স্টুয়ার্ট ব্রড। ম্যাচ অফিসিয়ালদের কটাক্ষ করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার। জানান, ক্রিকেটাররা রক্তমাংসের মানুষ। তাঁদেরও আবেগ আছে। নিজের এক্স হ্যান্ডেলে ব্রড লেখেন, 'আমার বিষয়টা অদ্ভুত লাগছে। আগ্রাসী সেলিব্রেশনের জন্য ১৫ শতাংশ কাটা গেল। প্লেয়াররা রোবট নয়। হওয়াও উচিত নয়। কিন্তু আসল হল ধারাবাহিকতা।'
৬২.১ ওভারে ১৯২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৫৮। পঞ্চম দিন জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ছিল ১৩৫ রান। চার উইকেট নেন সিরাজ। আইসিসির কন্ডাক্ট ফর প্লেয়ার্স এবং প্লেয়ার সাপোর্ট পারসোনেলের ২.৫ নম্বর ধারায় শাস্তি হয় সিরাজের। নোংরা ভাষা এবং অঙ্গভঙ্গি তাঁর বিরুদ্ধে যায়। বলা হয়েছে, তাঁর এই অঙ্গভঙ্গি বিপক্ষের ব্যাটারকে চটিয়ে দিতে পারে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, 'লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভাঙার জন্য ম্যাচে ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। উইকেট নেওয়ার পর ব্যাটারের খুব কাছে গিয়ে সেলিব্রেট করেন সিরাজ। ডাকেট লর্ডসের লং রুমে ফিরে যাওয়ার সময় তাঁর সঙ্গে সংঘর্ষও হয়। জরিমানার পাশাপাশি একটা ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। ২৪ মাসে এটা তাঁর দ্বিতীয় অপরাধ। মোট দুটো ডিমেরিট পয়েন্ট যোগ হল।' পঞ্চম দিনের শুরুতে জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। জয় নির্ভর করছিল কেএল রাহুল এবং ঋষভ পন্থের ওপর। কিন্তু দিনের শুরুতে দুই টাকা ফিরে যাওয়ায় বিপদে পড়ে ভারত। প্রথম ইনিংসে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। এই জুটিই শেষ ভরসা ছিল। কিন্তু মধ্যাহ্নভোজের আগে শেষ ওভারে আউট হন নীতিশ। তাতেই জয়ের আশা আরও কমল ভারতের।
