আজকাল ওয়েবডেস্ক: ভারতের সুপারস্টার ব্যাটার স্মৃতি মান্ধানা বিশ্বরেকর্ড গড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে দ্রুততমা মহিলা ক্রিকেটার হিসেবে দশ হাজার আন্তর্জাতিক রান করলেন।
২৮১টি ইনিংসে মান্ধানা দশ হাজার আন্তর্জাতিক রান করেন। তাঁর আগে মিতালী রাজ ২৯১ ইনিংসে এই রান করেছিলেন। ইনিংসের নিরিখে বিচার করলে মান্ধানা এখন সবার আগে। দ্রুততমা দশ হাজার রানের মালকিন তিনি।
কেবল দ্রুততমা ব্যাটার নয়, মহিলাদের ক্রিকেটের চতুর্থ ব্যাটার হিসেবে এবং দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি দশ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন।
তাঁর আগে ভারতীয় হিসেবে রয়েছেন মিতালী রাজ। তাঁর ঝুলিতে ১০,৮৬৮ রান। এই রানও দ্রুতই টপকে যাবেন স্মৃতি, এমনটাই আশা ভক্তদের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-০-এ এগিয়ে। সিরিজও পকেটস্থ করেছে ভারত। তিরুঅনন্তপুরমের এই ম্যাচ আসলে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
এদিন টস জিতে শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। মান্ধানা ও শেফালি ভার্মা দুর্দান্ত শুরু করেন। ১৬২ রান করেন তাঁরা ওপেনিং জুটিতে। মান্ধানা ৪৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে শেফালি ভার্মাও ৪৬ বলে ৭৯ রান করেন। বাংলার উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ মাত্র ১৬ বলে ৪০ রান করেন। ভারত ২০ ওভারে ২ উইকেটে ২২১ রান করে বড়সড় টার্গেট দেয় শ্রীলঙ্কাকে।
