সংবাদসংস্থা, মুম্বই: কেট উইন্সলেট বিশ্বাস করেন যে অতিথিদের অস্কার প্রদর্শনের জন্য আদর্শ স্থানটি হল বাথরুম। মানুষ যাতে এটিকে ছুঁয়ে দেখতে পারেন, এবং মনের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজস্ব গ্রহণযোগ্য বক্তৃতা দিতে পারেন। ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থূল! কেন এমন অদ্ভুত ধারণা অভিনেত্রীর?
পুরস্কার পেতে চান সকলেই। আর সেই পুরস্কার যদি অস্কার হয় তাহলে তো আর কোনও কথাই নেই! গর্বের সঙ্গে তা স্থান পাবে বাড়ির অন্দরমহলের কোনও সাজানো গোছানো কোণায়। কিন্তু সেটা বাড়ির বাথরুমে কেন সাজিয়ে রেখেছেন অভিনেত্রী? এই প্রশ্নেই কপালে ভাঁজ পড়েছে নেটপাড়ায়। অভিনেত্রীর কথায়, ""পুরস্কার হাতে নিয়ে সকলেই কৃতজ্ঞতা জানাতে চান কাউকে না কাউকে। যেমন আমি আমার ছেলে এবং আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। সকলের জীবনেই এমন কেউ না কেউ থাকেন যাঁকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ পান মানুষ। বাথরুমে থাকা অস্কার ছুঁয়ে সকলেই সেটি করেন একান্তে। এবং তাঁরা যখন বাথরুম থেকে বেরিয়ে আসেন আনন্দে গাল লাল হয়ে থাকে তাঁদের। আর এটা আমার কাছে হিস্টেরিক্যাল।"
অভিনেত্রীর ব্যাখ্যায় মন ভিজেছে অনুরাগীদের। অনেকেই মজা করে তাঁর বাথরুমে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আবার অনেকেই সরব হয়েছেন অকারণ তৈরি হওয়া সমালোচনা নিয়ে।
পুরস্কার পেতে চান সকলেই। আর সেই পুরস্কার যদি অস্কার হয় তাহলে তো আর কোনও কথাই নেই! গর্বের সঙ্গে তা স্থান পাবে বাড়ির অন্দরমহলের কোনও সাজানো গোছানো কোণায়। কিন্তু সেটা বাড়ির বাথরুমে কেন সাজিয়ে রেখেছেন অভিনেত্রী? এই প্রশ্নেই কপালে ভাঁজ পড়েছে নেটপাড়ায়। অভিনেত্রীর কথায়, ""পুরস্কার হাতে নিয়ে সকলেই কৃতজ্ঞতা জানাতে চান কাউকে না কাউকে। যেমন আমি আমার ছেলে এবং আমার বাবাকে ধন্যবাদ জানাতে চাই। সকলের জীবনেই এমন কেউ না কেউ থাকেন যাঁকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ পান মানুষ। বাথরুমে থাকা অস্কার ছুঁয়ে সকলেই সেটি করেন একান্তে। এবং তাঁরা যখন বাথরুম থেকে বেরিয়ে আসেন আনন্দে গাল লাল হয়ে থাকে তাঁদের। আর এটা আমার কাছে হিস্টেরিক্যাল।"
অভিনেত্রীর ব্যাখ্যায় মন ভিজেছে অনুরাগীদের। অনেকেই মজা করে তাঁর বাথরুমে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আবার অনেকেই সরব হয়েছেন অকারণ তৈরি হওয়া সমালোচনা নিয়ে।
