২০২৫ সালে একাধিক টলিউড তারকাই তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কেউ সাতপাকে বাঁধা পড়েছেন, তো কেউ আবার খাতায় কলমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কেউ আটপৌরে বাঙালি সাজেই ধরা দিয়েছেন বিয়ের দিন, কেউ বিদেশের মাটিতে শ্যাম্পেনের গ্লাস হাতে ধরা দিয়েছেন। ২০২৫-এ গাঁটছড়া বাঁধলেন কারা? ছবি- সংগৃহীত
2
11
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সম্প্রতি সাতপাকে বাঁধা পড়ে চমকে দিয়েছেন সকলকে। লাস ভেগাসে বেড়াতে গিয়ে সেখানেই বিয়ে সারেন প্রেমিক সুজিত বসুর সঙ্গে। সাদা লেহেঙ্গায় বিদেশের রাজপথে শ্যাম্পেনের গ্লাস, ফুলের তোড়া হাতে বরের সঙ্গে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। ছবি- সংগৃহীত
3
11
গায়িকা অন্তরা মিত্র চলতি বছরের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। জাঁকজমক করে নয়, বরং নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে চার হাত এক হয় তাঁদের। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল গায়িকার বিবাহ বাসর। ছবি- সংগৃহীত
4
11
ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়লেন মৌবনী সরকার। জাদু সম্রাটের মেজ মেয়ের আইবুড়োভাত থেকে বিয়ে, বউভাতের একাধিক ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। ছবি- সংগৃহীত
5
11
খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু মুখোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের প্রেমিকা তথা বন্ধু রোজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। শহরের বুকে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে তাঁদের বউভাতের অনুষ্ঠান। হাজির ছিলেন টলিউডের একাধিক চেনা মুখ। ছবি- সংগৃহীত
6
11
অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনন্যা গুহ আইনি বিয়ে সেরেছেন প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে। ২০২৬ সালে সামাজিকভাবে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। ছবি- সংগৃহীত
7
11
অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সাতপাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের প্রেমিকা চৈতালির সঙ্গে। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দিদিমা অসুস্থ থাকায় তড়িঘড়ি আইনি বিয়ে সেরে নেন তাঁরা। এরপর ডিসেম্বরে নিয়ম, রীতি মেনে গাঁটছড়া বাঁধেন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের 'হিন্দোল'। ছবি- সংগৃহীত
8
11
কল্পন মিত্র অর্থাৎ যাঁকে সকলে 'ফেলুদা'র 'তোপসে' হিসেবেই চেনেন তিনিও এই বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। না, ধুমধাম করে সাতপাক ঘোরেননি তাঁরা। বরং কাগজে, কলমেই বিয়ে করেছেন। ছবি- সংগৃহীত
9
11
নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফেরার আগে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দীপান্বিতা রক্ষিত। আইনি বিয়ে সারলেন সম্প্রতি। জানা গিয়েছে তাঁর স্বামী পেশায় পশু চিকিৎসক। ছবি- সংগৃহীত
10
11
সুরভীর সঙ্গে সম্পর্কে ইতি টেনে শার্লির সঙ্গে সম্পর্কে জড়ান 'ফুলকি'র স্যার। চলতি বছরেই সাতপাকে বাঁধা পড়েছেন অভিষেক বসু এবং শার্লি মোদক। ছবি- সংগৃহীত
11
11
গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দ্বিতীয়বার সাতপাকে বাঁধা পড়লেন। তিনি বিয়ে করলেন দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহরের প্রাক্তন প্রেমিক হৃতজিৎকে। ছবি- সংগৃহীত