আজকাল ওয়েবডেস্ক: ফ্রিতে চাই ফুচকা। ভরা রাস্তায় অদ্ভুত দাবি যুবকের। বিনামূল্যে ফুচকা দিতে রাজি না হওয়ায়, বিক্রেতাকে পরপর ছুরির কোপ। শিউরে ওঠা দৃশ্য বেঙ্গালুরুর ভরা রাস্তায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। পুলিশ জানিয়েছে, বৈতরণপুর এলাকায় এক ফুচকা বিক্রেতার উপর ভয়ঙ্কর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিনামূল্যে ফুচকা চেয়েছিলেন ওই যুবক। যা দিতে রাজি হননি বিক্রেতা। বিনামূল্যে ফুচকা না পেয়েই বিক্রেতাকে কুপিয়ে খুনের চেষ্টা করেন ওই যুবক। 

পুলিশ আরও জানিয়েছে, পরপর ছুরির আঘাতে গুরুতর চোট পান ওই ফুচকা বিক্রেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ বৈতরণপুর এলাকার ভরা রাস্তায় ভয়াবহ ঘটনাটি ঘটেছিল। সেই সময় রাস্তায় প্রচুর লোকজন ছিলেন। ধৃত যুবক মত্ত অবস্থায় ছিলেন সেই সময়। মত্ত অবস্থায় বিক্রেতার স্টলে এসে বিনামূল্যে ফুচকা খাওয়ার দাবি করেন। কিন্তু তা দিতে রাজি হননি ওই বিক্রেতা। রাগের মাথায় সেই সময় ফুচকা বিক্রেতার পেটে পরপর ছুরির কোপ বসান। রক্তাক্ত অবস্থায় ফুচকা বিক্রেতা লুটিয়ে পড়তেই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যান। 

জানা গেছে, ধৃত যুবকের বয়স ২০ বছরের আশেপাশে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল বেঙ্গালুরুতে। মেয়ের চোখের সামনেই স্ত্রীকে পরপর ছুরির কোপ। রাগের মাথায় স্ত্রীকে কুপিয়ে খুন করেন স্বামী। ভয়ঙ্কর হত্যাকাণ্ডটি ঘটেছে ভরা রাস্তাতেই। এক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে স্ত্রীকে খুন করেন ঘাতক স্বামী। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সি তরুণীকে কুপিয়ে খুন করেন তাঁর স্বামী। বাস স্ট্যান্ডে ১২ বছরের মেয়ের সামনেই তরুণীকে খুন করেন তাঁর স্বামী। মৃত তরুণীর নাম, রেখা। তিনি দুই সন্তানের মা। অন্যদিকে অভিযুক্ত লোকেশের কোনও সন্তান নেই। রেখা ও লোকেশ তিন মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি দুজনেরই দ্বিতীয় বিবাহ। 

বেঙ্গালুরুতে স্থানান্তরিত হওয়ার লোকেশকে একটি কল সেন্টারের গাড়ির চালকের কাজ জোগাড় করে দেন রেখা। তরুণী সেই কল সেন্টারে কাজ করেন। কিন্তু কাজে যোগ দেওয়ার কিছুদিন পরেই রেখার চরিত্র নিয়ে সন্দেহ ঘনায় লোকেশের। তাঁর সন্দেহ ছিল, রেখা অন্য কোনও পুরুষের প্রতি আসক্ত। 

গতকাল সকালে বাস স্ট্যান্ডে মেয়ের সঙ্গে দাঁড়িয়েছিলেন রেখা। বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়েই ধারালো ছুরি নিয়ে হামলা চালান লোকেশ। রেখাকে পরপর ছুরির কোপ মারেন। রেখার মৃত্যু নিশ্চিত হতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত যুবক। স্থানীয়রা তড়িঘড়ি করে রেখাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনার পর অভিযুক্ত লোকেশের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।