'ধুরন্ধর' থেকে 'রক্তবীজ ২', বছরভর দর্শকমনে টানটান উত্তেজনা ছড়াল কোন পাঁচটি সেরা থ্রিলার?
নিজস্ব সংবাদদাতা
১৮ ডিসেম্বর ২০২৫ ১৫ : ৪৮
শেয়ার করুন
1
6
২০২৫ যেন গোয়েন্দা এবং স্পাই থ্রিলার গল্পের এক অন্য জগৎ তৈরি করেছিল। টানটান উত্তেজনা আর রহস্যে ঘেরা যে পাঁচটি ছবি, সিরিজ দর্শকদের বুঁদ করে রেখেছিল, সেগুলো এক ঝলক চোখ বুলিয়ে নিন।
2
6
ধুরন্ধর: সদ্য মুক্তি পাওয়া ছবি 'ধুরন্ধর' যেন বক্স অফিসে আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে। এই প্রসঙ্গে বলাই যায়, 'ধুরন্ধর' ছবিটি কিন্তু প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে ছিল। ছবির গল্প ১৯৯৯ সালের বিমান অ্যাটাক, ২০০১ সালের পার্লামেন্ট অ্যাটাক এবং ২০০৮ সালের মুম্বই অ্যাটাকের মতো বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত। রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবনদের মতো তারকারা ছবিতে যে টানটান পারফর্মেন্স দিয়েছেন, তা দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছে। যার ফলস্বরূপ ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ছবিটি দারুণ প্রভাব ফেলেছে। ছবির এই বিপুল সাফল্যই সিক্যুয়েল নিয়ে মানুষের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 'ধুরন্ধর'-এর শেষ অংশেই জানা গিয়েছিল, ২০২৬-এর মার্চ মাসে মুক্তি পাবে এর সিক্যুয়েল।
3
6
দ্য ফ্যামিলি ম্যান - সিজন ৩: রাজ ও ডিকে-এর পরিচালনায় অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এই সিরিজটি। রাজ ও ডিকের জুটি এবার যেন আরও ধারালো। নর্থ-ইস্ট-এর রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে এসেছেন 'দ্য ফ্যামিলি ম্যান'-এর তৃতীয় সিজন। স্বভাবসুলভ হাস্যরসের পাশাপাশি বুদ্ধিদীপ্ত অপারেশন এবং ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট—সব মিলিয়ে এই সিজনটি ছিল দুর্দান্ত।
4
6
রক্তবীজ ২: পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় 'রক্তবীজ ২'-এর মাধ্যমে বাংলা রাজনৈতিক থ্রিলারকে এক নতুন স্তরে নিয়ে গিয়েছেন। ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটিতে বুদ্ধিমত্তার লড়াই যেমন ছিল, তেমনই ছিল দুটি জুটির রোম্যান্স। নতুনভাবে দর্শক আবিষ্কার করেছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর জুটিকে। সেই সঙ্গে ছবির গান দারুণ দর্শকের মন ছুঁয়ে গিয়েছে।
5
6
সারে জাহাঁ সে আচ্ছা: বাস্তবতা এবং এক গোয়েন্দার ত্যাগের গল্প ফুটে উঠেছে গৌরব শুক্লা ও সুমিত পুরোহিতের এই সিনেমাটিতে। কোনও জাঁকজমক বা অতি-নাটকীয়তা নয়, বরং একজন গোয়েন্দার কর্তব্যবোধ এবং নৈতিক লড়াইকে এখানে খুব সহজ ও সংযতভাবে দেখানো হয়েছে। পর্দার আড়ালে থাকা যোদ্ধাদের মানসিক চাপের গল্পটি দর্শকদের বেশ নাড়া দিয়েছে।
6
6
ওয়ার ২: বিশাল ক্যানভাস, দুর্দান্ত গতি আর অ্যাকশনের বাজিমাত এই ছবি। যশ রাজ ফিল্মসের 'ওয়ার ২' ছিল বছরের অন্যতম বড় ব্লকবাস্টার। টানটান উত্তেজনার মিশেলে এই সিনেমাটি স্পাই থ্রিলার ঘরানাকে বাণিজ্যিক সাফল্যের তুঙ্গে নিয়ে গিয়ছিল।