আজকাল ওয়েবডেস্ক: সাধারণ ফোন ছিনতাই, সেই ঘটনাই প্রকাশ্যে আনলো পরকীয়ার লুকোচুরি। স্কুটিতে চড়ে দু'জন এসে ফোন ছিনিয়ে নিয়ে গেল, পরে জানা গেল সেটা তাঁর 'গুণধর' স্ত্রীয়েরই নিখুঁত পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে খাস দিল্লির বুকে।
ফোন ছিনতাই হতেই গত ১৯ জুন দক্ষিণ দিল্লি থানায় ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। যথারীতি ঘটনার তদন্ত শুরু শুরু করে পুলিশ। প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখার পর জানা যায়, গোটা ঘটনাটির নেপথ্যে রয়েছেন ওই ব্যক্তির স্ত্রী! প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি যাতে স্বামীর কাছে ফাঁস না হয়ে পড়ে, তাই সাজানো হয় ছিনতাইয়ের এক বড়সড় নাটক।
দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, ১৯ জুন পুরনো ইউকে পেন্ট ফ্যাক্টরির কাছে এক ব্যক্তির ফোন ছিনতাইয়ের অভিযোগ আসে আমাদের কাছে। মামলা দায়ের করে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে।
ওই এলাকায় প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ খতিয়ে দেখে, অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ, পরনে তার নীল রঙের টিশার্ট। বসন্তকুঞ্জের অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন ক্যামেরার সাহায্যে স্কুটির রেজিস্ট্রেশন নম্বর খুঁজে পাওয়ার পর জানা যায়, দরিয়াগঞ্জ থেকে সেটি ভাড়া নেওয়া হয়েছিল।
স্কুটি ভাড়া নেওয়ার সময় অভিযুক্ত আধার কার্ড এবং মোবাইল নম্বর ব্যবহার করেছিল, সেটাই কাল হল। ওই সূত্র ধরে পুলিশ রাজস্থানের বারমের জেলা থেকে দুই অভিযুক্তের মধ্যে একজন, অঙ্কিত গেহলতকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরারই গোটা সাজানো ঘটনাটি সামনে আসে পুলিশের।
জিজ্ঞাসাবাদের চাপে পড়ে অঙ্কিত জানান, ভুক্তভোগীর স্ত্রীয়ের এক অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। প্রেমিকের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি স্বামীর ফোনে থাকায় সে সেই সমস্ত তথ্য মুছে দেওয়ার অভিপ্রায়ে ফোন ছিনতাই করানোর নাটক সাজান। ওই মহিলাই তাঁর স্বামীর রোজের রুটিন, অফিস যাওয়া-আসার সময় সবকিছু তথ্য অঙ্কিতকে দেন।
আরও পড়ুন- এককালীন ১০ ও ১৫ লাখ টাকা বিনিয়োগ: কোথায় রিটার্ন বেশি মিলবে, এসবিআই, পিএনবি নাকি বরোদা ব্যাঙ্কে?
বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ওই ব্যক্তি জানতেন তাঁর স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই স্ত্রীয়ের ঘুমের সময়কে কাজে লাগিয়ে তিনি নিজের ফোনে সমস্ত ছবি ট্রান্সফার করে নেন। মহিলা সেটা বুঝতে পেরে ভয় পেয়ে যান, যদি সমস্ত ঘটনা পরিবারের সকলের সামনে চলে আসে, তাই ফোনটাই হাপিশ করে দেওয়ার ছক কষেন।
ছিনতাই হওয়া ফোন ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। তারপর অঙ্কিত এবং ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য একটি ঘটনায় স্ত্রী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। গোপনে প্রেম করছেন কারও সঙ্গে, এমন সন্দেহ করে স্ত্রীর ফোনে লুকিয়ে কথাবার্তা রেকর্ডের অ্যাপ ডাউনলোড করেছিলেন স্বামী। অফিস থেকে এসে স্ত্রীর ফোন ঘেঁটে সেই সব রেকর্ড শুনছিলেনও। তবে তখনই বিপত্তি বাধে। স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। এর পর ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে যা করেছেন, তা শুনে হতবাক নেটপাড়া। কিন্তু স্বামীর সঙ্গে কী এমন করলেন তাঁর স্ত্রী?
অফিস থেকে ফিরে স্ত্রীর ফোন খাটের উপর পড়ে থাকতে দেখেন। ফোনটি হাতিয়ে সোজা ছাদে চলে যান তিনি। লুকিয়ে কল রেকর্ডিংগুলি শুনতে থাকেন। অন্য দিকে, ফোন খুঁজে না পেয়ে তাঁর পিছন পিছন ছাদে পৌঁছোন যুবকের স্ত্রীও। স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। তার পরেই বিপত্তি বাধে। বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা চলাকালীন, রেগে গিয়ে ওই যুবকের দিকে রুটি বেলার বেলন ছুড়ে মারেন স্ত্রী। মারধর করে বাড়ি থেকে বাইরে বার করে দেন। ঘরে ঢুকলে ‘ঠ্যাং খোঁড়া’ করে দেওয়ার হুমকিও দেন।
এর পরেই ভীত-সন্ত্রস্ত এবং অপমানিত ওই যুবক সাহায্যের জন্য বিথুর থানার দ্বারস্থ হন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখে। বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য ওই যুবক এবং তাঁর স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয়। ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন ওই যুবক। কল রেকর্ডিংয়ের ওই অ্যাপটিও স্ত্রীর ফোন থেকে মুছে ফেলেন তিনি।
