আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের জন্য মধুচন্দ্রিমা বাতিল করে দেবেন অজি উইকেটরক্ষক জস ইংলিস। এমনটাই জানিয়েছে এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট। 


২০২৬ আইপিএলের সময়েই বিয়ে করবেন অজি ক্রিকেটার জস ইংলিস। যার ফলে আইপিএলের বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না ইংলিস। জানা গিয়েছিল চারটের বেশি ম্যাচ নাকি তিনি খেলতে পারবেন না। এই কারণেই পাঞ্জাব কিংস ইংলিসকে রাখেনি। মিনি নিলামে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে লড়াই করে ইংলিসকে ৮ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস। ওই ওয়েবসাইটে আরও দাবি করা হয়েছে, লখনউয়ের কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ডিরেক্টর টম মুডি ইংলিসের বিষয়টা ভালভাবেই জানতেন। জানতেন হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টরি ও অধিনায়ক প্যাট কামিন্স। আর সেকারণেই নিলামের টেবিলে ইংলিসকে নিয়ে এত লড়াই হয়। আর তাই প্রশ্ন উঠছে পাঞ্জাবের কোচ রিকি পন্টিং কি এই বিষয়টা জানতেন না।


নিলামের পর হায়দরাবাদের বোলিং কোচ বরুণ অ্যারন বলেছিলেন, ‘‌ইংলিসের একটি ব্যক্তিগত কারণ রয়েছে। সেই জন্য হয়ত আইপিএলে সব ম্যাচ খেলতে পারবে না। তবে অনেকক্ষেত্রেই ক্রিকেটাররা নিলামের পর সিদ্ধান্ত বদলে ফেলে। আমাদের সঙ্গে ইংলিসের যা সম্পর্ক তাতে হয়ত কিছু বাড়তি ম্যাচ ও খেলে দিত। কিন্তু কী আর করা যাবে। ইংলিসকে তো আর পেলাম না।’‌


ওই ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংলিসের বিয়ে ১৮ এপ্রিল। তারপরেই মধুচন্দ্রিমায় যাওয়ার কথা ছিল অজি উইকেটরক্ষকের। কিন্তু সূত্রের খবর, আইপিএলের জন্যই মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করেছেন ইংলিস। জানা যাচ্ছে, আইপিএলের শুরু থেকেই খেলবেন ইংলিস। বিয়ের জন্য কিছুদিনের ছুটি নিয়ে দেশে ফিরবেন। বিয়ের পর আবার ভারতে ফিরবেন আইপিএলের বাকি ম্যাচে খেলার জন্য। 


ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিলামে এত টাকা দাম ওঠার পরেই নিজের পরিকল্পনা বাতিল করেছেন ইংলিস। 


পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া আগেই জানিয়েছিলেন বিয়ের জন্য ২০২৬ আইপিএল খেলতে পারবেন না ইংলিস। আর সেকারণেই শেষ মুহূর্তে ইংলিসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।

নিলাম টেবিলে কিন্তু সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন সঞ্জীব গোয়েঙ্কা। মারকুটে অজি উইকেটরক্ষককে তুলে নিলেন। দলে ঋষভ পন্থের মতো উইকেটরক্ষক থাকলেও আরও একটা বিকল্প থাকল হাতে। দরকারে যে কেউ শুধু ব্যাটার হিসেবেও খেলতে পারেন। কিংবা একজন চোট পেলে অন্যজন উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন।