আজকাল ওয়েবডেস্ক:‌ ফের আইসিসির নিয়ম ভাঙলেন ভারত অধিনায়ক শুভমন গিল। লর্ডস টেস্টের প্রথম দিন খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দেখা যায়, সাদা জার্সির নীচে লাল রঙের গেঞ্জি পরেছেন শুভমন। যা ক্রিকেটের নিয়মবিরুদ্ধ।


আইসিসির নিয়মের ১৯.‌৪৪ ধারা অনুযায়ী টেস্ট ম্যাচ খেলতে হয় সাদা জার্সি পরে। জার্সির নীচে গেঞ্জি বা অন্য কিছু পরলে (বাইরে থেকে দেখা গেলে) তার রংও সাদা হতে হবে। অন্য কোনও রঙের পোশাক ব্যবহার করা যায় না। লর্ডসে শুভমনকে ভিতরে লাল গেঞ্জি পরে মাঠে নামার জন্য শাস্তির মুখে পড়তে হতে পারত। তবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে এবারও বেঁচে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।


লর্ডস টেস্টে টসের সময়ও শুভমনের জার্সির নীচের লাল রঙের গেঞ্জিটি দেখা যাচ্ছিল। পরে জাতীয় সঙ্গীতের সময় সতীর্থদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শুভমন খেয়াল করেন, আবার আইসিসির নিয়ম ভেঙে ফেলেছেন। সঙ্গে সঙ্গে তিনি জার্সির বোতাম গলা পর্যন্ত আটকে নেন। ঢাকা পড়ে যায় তাঁর লাল রঙের গেঞ্জি। ফলে শাস্তি এড়াতে পেরেছেন তিনি।

 


প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টেও এমন ঘটনা ঘটিয়েছিলেন শুভমন। সেবার কালো রঙের মোজা পরে মাঠে নেমে পড়েছিলেন। প্রথম বার হওয়ায় শাস্তি এড়াতে পেরেছিলেন। এবারও উপস্থিত বুদ্ধির জোরে শাস্তি এড়িয়ে গেলেন গিল। 


এদিকে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে রান পেলেন না শুভমন। মাত্র ১৬ রান করেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৪৫। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রান তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে যায় ভারতীয় দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ফিরে গিয়েছেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে তিনটে শতরান তরুণ নেতার। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। কিন্তু শুক্রবার লর্ডসে বিশেষ সুবিধা করতে পারেননি গিল। মাত্র ১৬ রানে আউট হন। ওকসের বলে স্মিথের হাতে ধরা পড়েন। রান পাননি যশস্বী জয়েসওয়ালও। তিনটে চার মেরে শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ১৩ রানে আউট হন। তিন নম্বরে নেমে শুরুটা ভাল করেন করুণ নায়ার। কিন্তু লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। ৬২ বলে ৪০ রান করে আউট হন। তবে টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। প্রথম টেস্টের মতো শুরুতে একটা দিক ধরে আছেন রাহুল। অর্ধশতরান করে ফেলেছেন। ১১৩ বলে ৫৩ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন ঋষভ পন্থ। 

 

আরও পড়ুন:‌ কথা বললেই টাকা কেটে নেবে!‌ কেন এ কথা বললেন বুমরা জেনে নিন 


ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। জো রুট করেন ১০৪। অধিনায়ক বেন স্টোকসের অবদান ৪৪। জেমি স্মিথ করেন ৫১। বোলার ব্রাইডন কার্স করেন ৫৬। পাঁচ উইকেট নেন বুমরা। জোড়া উইকেট মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডির। এজবাস্টন টেস্টের নায়ক আকাশদীপ উইকেট পাননি। একটি উইকেট পান জাদেজা।

তৃতীয় দিন প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। রাহুল ও পন্থ যতটা টানতে পারবেন ততই ভাল জায়গায় থাকবে ভারত।