আজকাল ওয়েবডেস্ক: পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেশ স্টেশন (আইএসএস) থেকে শুভাংশু শুক্লাদের ঘরে ফেরা। ঠিক ছিল ১০ জুলাই মর্তে ফিরবেন তাঁরা। কিন্তু, পরিবর্তে ১২ জুলাই বিকেল শুব্রাশুরা পৃথিবীর বুকে ফিরকবে বলে জানিয়েছে স্পেস এক্স। সংস্থাটির দাবি, ১২ আগস্ট ভারতীয় সময় বিকেল সাড়ে ৫ টা নাগাদ ডি-ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ডি-কিংয়ের ১৭ ঘণ্টা পর ভারতীয় সময় দুপুর নাগাদ স্পেস এক্স ড্রাগন ৯ এর ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতের কাছে সমুদ্র পৃষ্ঠে স্প্ল্যাশ ডাউন হওয়ার কথা।
কেন পিছিয়ে গেল মহাকাশ থেকে শুভাংশুদের ফেরার সময়? গবেষণার কিছু শেষ মুহূর্তের কাজ বাকি থেকে যাওয়ার কথা বলা হয়েছে প্রাথমিক কারণ হিসেবে।
এখনও সময় আছে। খাবার এবং অক্সিজেন-সহ পর্যাপ্ত রসদ-ও স্পেস এক্স মহাকাশ যানে মজুদ আছে। তাই সম্পূর্ণ গবেষণা শেষ করার পরেই পরশু অর্থাৎ ১২ জুলাই ডি ডকিং অর্থাৎ মূল স্পেস এক্স থেকে ড্রাগন ৯ এর বিচ্ছিন্ন করণ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুল্কা ও তাঁর সহকর্মীদের কয়েকশো কোটি টাকার বিমা করানো আছে। সেক্ষেত্রে তাড়াহুড়ো করার পক্ষপাতি নয় ইলন মাস্কের সংস্থা।
শুভাংশি শুক্লা হলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রথম ভারতীয় এবং রাকেশ শর্মার পর মহাকাশে থাকা দেশের দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী।
অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে শুবাংশু শুক্লারা গত ১২ দিন ধরে আইএসএসে আছেন। ২০২৫ সালের ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে এই মিশনটি উৎক্ষেপণ করা হয়েছিল। শুভাংশু এবং তাঁর সহকর্মী মহাকাশচারী - কমান্ডার পেগি হুইটসন (মার্কিন যুক্তরাষ্ট্র), স্লাওস উজনানস্কি-উইসনিয়েভস্কি (পোল্যান্ড), এবং টিবোর কাপোলনাই (হাঙ্গেরি) - ১০ জুলাই, ২০২৫ এর পরে যেকোনও সময়ে পৃথিবীতে ফিরে আসতে পারেন বলে জানা গিয়েছিল।
অ্যাক্সিওম স্পেসের মতে, গত কয়েকদিন ধরে, কমান্ডার পেগি হুইটসন, গ্রুপ ক্যাপ্টেন পাইলট শুভাংশু শুক্লা এবং মিশন বিশেষজ্ঞ স্লাওস "সুয়েভ" উজনানস্কি-উইসনিয়েভস্কি এবং টিবোর কাপু উন্নত বৈজ্ঞানিক গবেষণা করেছেন, যা মহাকাশ অনুসন্ধান এবং পৃথিবী-ভিত্তিক উদ্ভাবনে মিশনের বৃহত্তর লক্ষ্য।
গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেশ স্টেশন তিনটি পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন। প্রথমত, তিনি মাইক্রোগ্রাভিটি অঙ্কুরোদগম এবং প্রাথমিক উদ্ভিদ বিকাশকে কীভাবে প্রভাবিত করে তা অধ্যয়নের জন্য স্প্রাউট প্রকল্পে কাজ করেছিলেন। পৃথিবীতে ফিরে আসার পর, বীজগুলি তাদের জেনেটিক্স, মাইক্রোবায়াল ইকোসিস্টেম এবং পুষ্টির প্রোফাইলের পরিবর্তনগুলি পরীক্ষা করার জন্য কয়েক প্রজন্ম ধরে চাষ করা হবে। আরেকটি পরীক্ষায়, তিনি মাইক্রোএলজি স্থাপন এবং সংরক্ষণ করেন, যা খাদ্য, অক্সিজেন এবং এমনকি জৈব জ্বালানি উৎপাদনের সম্ভাবনার জন্য তদন্ত করা হচ্ছে।
