আজকাল ওয়েবডেস্ক: "যে শিশুরা ধর্মের বন্ধনমুক্তভাবে বড় হচ্ছে, তারাই আগামী দিনে সমাজকে সঠিক প্রশ্ন করবে"— এমন মন্তব্য করলেন কেরালা হাইকোর্টের বিচারপতি ভি জি অরুণ। কেরালার যুক্তিবাদী সংগঠন 'কেরালা যুক্তিবাদী সংঘম' আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিচারপতি অরুণ ধর্ম ও জাতপরিচয়হীনভাবে সন্তানদের বড় করে তোলার পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “আপনাদের যারা সন্তানদের ধর্ম বা জাতের পরিচয় ছাড়াই স্কুলে পাঠাচ্ছেন, আমি আপনাদের অভিনন্দন জানাই। এই শিশুরাই ভবিষ্যতের প্রতিশ্রুতি।”
অনুষ্ঠানটি বিশিষ্ট যুক্তিবাদী লেখক পবননের স্মরণে আয়োজিত হয়, যেখানে আরেক যুক্তিবাদী লেখক বৈশাখানকে সংবর্ধনা দেওয়া হয়। বিচারপতি অরুণ বলেন, তাঁর বাবা টি কে জি নাইয়ার, যিনি একজন রাজনীতিক ও লেখক ছিলেন, তিনিও পবননের অনুপ্রেরণায় ‘অনিলান’ নামে কলম ধরেছিলেন। তিনি দুঃখপ্রকাশ করে বলেন, “আজকাল সোশ্যাল মিডিয়ায় যুক্তিবাদীদের যেভাবে আক্রমণ করা হয়, তা উদ্বেগজনক। আমার বিচারাধীন অনেক মামলাই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে হয়, এবং সেইসব ভাষা পড়ে মনে হয় মালয়ালম ভাষাকেই যেন দূষিত করা হচ্ছে।”
উল্লেখ্য, ২০২২ সালে একটি যুগান্তকারী রায়ে বিচারপতি অরুণ ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে নিজেকে ‘অধর্মীয়’ (non-religious) হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকারের পক্ষে রায় দেন। তিনি মন্তব্য করেন, “ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্য এক শ্রেণিবিহীন সমাজের দিকে এগোনো। যারা নিজেদের এবং তাদের সন্তানেরা ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা দেন, তারা এই সাংবিধানিক লক্ষ্যের দিকেই সাহসী পদক্ষেপ নিচ্ছেন।”
