আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ জেতার জন্য শেষ দুই ওভারে দরকার ১৯ রান। হাতে দুই উইকেট।  ১৯-তম ওভারে বাঁ-হাতি স্পিনার হাসান খানের প্রথম বলে ২ রান নেওয়ার পর পর পর দু'টি ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্ট। তিনি বোলার হিসেবে সমাদৃত। কিন্তু ব্যাটসম্যান বোল্ট ব্যাট হাতে ম্যাচ নিয়ে গিয়েছেন নিজেদের ক্যাম্পে, এমন উদাহরণ স্মরণকালের মধ্যে নেই। 

ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এমআই নিউ ইয়র্ককে জয় এনে দেন বোল্ট। 

 

[আরও পড়ুন: বিস্ময় প্রতিভা বৈভবকে নিয়ে উন্মাদনা তুঙ্গে বিলেতে, ছ’‌ঘণ্টার পথ পাড়ি দিয়ে দেখা করতে এল দুই ভক্ত ]

 

ব্যাটের পাশাপাশি বল হাতেও দুরন্ত ছিলেন বোল্ট। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে হারিয়ে মেজর লিগ ক্রিকেটের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে এমআই নিউ ইয়র্ক।

?ref_src=twsrc%5Etfw">July 10, 2025

এলিমিনেটর ম্যাচে নিউ ইয়র্কের জয় ২ উইকেটে।  ১৩২ রান তাড়া করতে নেমে  ৩ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে নিউ ইয়র্ক। 

চার ওভার হাত ঘুরিয়ে ১৯ রানে ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেন বোল্ট। ম্যাচের সেরাও তিনি। 
প্রথমে ব্যাট করে সান ফ্রান্সিসকো অলআউট হয় ১৩১ রানে। এক সময়ে ১৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। 

রান তাড়া করতে নেমে এক সময়ে ২ উইকেটে ৮১ থেকে ব্যাটিং ধসে নিউ ইয়র্ক হয়ে যায় ৮ উইকেটে ১০৮। কিন্তু বোল্ট ছিলেন বলেই রক্ষে। ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান তিনি। 

 

[আরও পড়ুন: লর্ডস টেস্টে শুরুতে ব্যাটিং করবে ইংল্যান্ড, বৃষ্টি থাবা বসাবে?‌ জানুন ওয়েদারের রিপোর্ট কী বলছে ]