আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে শুরুতে ব্যাটিং করবে ইংল্যান্ড। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। অধিনায়ক হিসেবে টানা তিনটি টেস্টেই টস হারলেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে টস জিতে শুরুতে বোলিং নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এজবাস্টনে হারতে হয় স্টোকসদের। যা নিয়ে সমালোচনা কম হয়নি। শুরুতে ব্যাট করে ভারতীয় ব্যাটাররা রানের পাহাড় গড়েছিলেন। তাই এবার আর ভুল করেননি স্টোকস। টস জিতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
ইংল্যান্ড প্রথম একাদশ এক দিন আগেই ঘোষণা করে দিয়েছিল। দলে একটাই বদল। জশ টংয়ের জায়গায় এসেছেন জফ্রা আর্চার। চার বছরেরও বেশি সময় পর তিনি টেস্ট খেলছেন।
এদিকে ভারতীয় দলে প্রথম একাদশে ফিরলেন বুমরা। প্রসিধ কৃষ্ণার জায়গায়। বাকি দল অপরিবর্তিত।
তবে সবচেয়ে বড় প্রশ্ন লর্ডস টেস্টে বৃষ্টি থাবা বসাবে না তো?
এটা ঘটনা হেডিংলির পর বার্মিংহ্যাম টেস্টেও বৃষ্টি থাবা বসিয়েছিল। যদিও ম্যাচের ফলাফলে তা প্রভাব ফেলেনি। আকুওয়েদারের রিপোর্ট বলছে, লর্ডস টেস্টের পাঁচ দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। প্রত্যেক দিনই আকাশ পরিষ্কার থাকবে। মেঘলা থাকার সম্ভাবনাও বেশ কম। তাপমাত্রা থাকবে ৩০–৩১ ডিগ্রির মধ্যে। হালকা হাওয়া দেবে সব সময়। ফলে টেস্টের পাঁচ দিনই নিরবচ্ছিন্ন খেলা দেখা যেতে পারে। এখনও অবধি এই পরিস্থিতিই রয়েছে।
আর পিচ? লর্ডস পিচের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে সবুজ ঘাস দেখা যাচ্ছে। ফলে জোরে বোলাররা আবারও সুবিধা পাবেন। এমনিতেই লর্ডসে জোরে বোলারদের সাফল্যের পরিসংখ্যান বেশ ভাল। গত মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছে লর্ডসেই। সেখানেও রাবাদা, কামিন্সের মতো পেসাররা রীতিমতো দাপট দেখিয়েছিলেন।
এটা ঘটনা, লিডসে খেলার তৃতীয় দিন বৃষ্টি নেমেছিল। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। দু’দিন আকাশ মেঘলা থাকায় সুবিধা পান বোলাররা। ভারত সেই টেস্ট হেরে গিয়েছিল। এজবাস্টন টেস্টের পঞ্চম দিনে এক ঘণ্টা ৪০ মিনিট বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। তবে ভারতের জিততে অসুবিধা হয়নি। আকাশদীপ এবং মহম্মদ সিরাজ জিতিয়ে দেন ভারতকে।
এখন সিরিজের ফল ১–১। এই টেস্ট যে জিতবে সে সিরিজে ২–১ এগিয়ে যাবে। আর সেই গুরুত্বপূর্ণ টেস্টে শুরুতে ব্যাট করবে ইংল্যান্ড।
