পড়শিরা জানাচ্ছেন, গত ২৮ ডিসেম্বর তাঁদের তিনজনকে শেষবার দেখেছিলেন। সকালে পচা গন্ধ ফ্ল্যাট থেকে আসছে দেখে ডাকাডাকি করেন। সাড়া না মেলায় পুলিশের খবর দেন। এরপর দরজা ভাঙতেই হাড় হিম করা কাণ্ড।
এই আবাসনের ফ্ল্যাট থেকেই আসছিল বিকট পচা গন্ধ। গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রাই। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙতেই উদ্ধার হয় বাবা-মা ও ছেলের ঝুলন্ত দেহ। হাড় হিম করা ঘটনা রাজপুর-সোনারপুর ১নং ওয়ার্ডের। মা-বাবা ও ছেলের দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নয়া মোড় নেয় ঘটনা।
সূত্রে খবর, মৃত্যু হয়েছে অপর্ণা মৈত্র তাঁর স্বামী স্বপন মৈত্র এবং তাঁদের ছেলে সুমনরাজ মৈত্রের। তাহলে কি বাবা-মাকে খুন করে আত্মঘাতী হয়েছেন সুমন। সুমনরাজ মৈত্রের ২৮ নভেম্বর করা ফেসবুক লাইভ পুলিশের হাত আসার পরেই দানা বাঁধছে জট।
এই আবাসনের ফ্ল্যাট থেকেই আসছিল বিকট পচা গন্ধ। গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রাই। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভাঙতেই উদ্ধার হয় বাবা-মা ও ছেলের ঝুলন্ত দেহ। হাড় হিম করা ঘটনা রাজপুর-সোনারপুর ১নং ওয়ার্ডের। মা-বাবা ও ছেলের দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নয়া মোড় নেয় ঘটনা।
সূত্রে খবর, মৃত্যু হয়েছে অপর্ণা মৈত্র তাঁর স্বামী স্বপন মৈত্র এবং তাঁদের ছেলে সুমনরাজ মৈত্রের। তাহলে কি বাবা-মাকে খুন করে আত্মঘাতী হয়েছেন সুমন। সুমনরাজ মৈত্রের ২৮ নভেম্বর করা ফেসবুক লাইভ পুলিশের হাত আসার পরেই দানা বাঁধছে জট।
