আজকাল ওয়েবডেস্ক: একা মা তিনি। সফল অভিনেত্রী। তিনি আইকন। তিনি অনুপ্রেরণা। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ের সঙ্গে চুটিয়ে কাটাচ্ছেন পুজো। একসঙ্গে সন্ধি পুজোর আয়োজন করছেন। ঝুড়ি ভরে পদ্ম ফোটাচ্ছেন কাছের মানুষদের সঙ্গে। মা-মেয়ে সেজেছেন শাড়িতে। স্বস্তিকার পরনে নীল পাড়ের, মেরুন চেক শাড়ি। সঙ্গে সাদা ডিজাইনার ব্লাউজ। অন্বেষা পরেছেন সোনালি পাড়ের নীল শাড়ি। দুজনেই মুখেই চওড়া হাসি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন মনের কথা। মা দুর্গা বাঙালির ঘরের মেয়ে সেই কবে থেকেই। পুজোর ক'দিন ছেলেমেয়েদের নিয়ে মর্ত্যে আসেন তিনি। উৎসব শেষে আবার ফিরে যাওয়া। অনেক বছর পরে এই পুজোয় মেয়েকে কাছে পেয়েছেন স্বস্তিকা। তাই আনন্দের অন্ত নেই তাঁর। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'মা দুগগা মেয়েদের নিয়ে আসেন, আমিও যেখানে পারি আমার টাকে নিয়েই যাই। ১০০ টা ছবি তো তুলতেই হবে। আমার এই হাসির কারণ শুধুমাত্র আমার মেয়ে অন্বেষা।' পড়াশোনার জন্য বিদেশে থাকেন অভিনেত্রীর মেয়ে। অনেক বছর পরে পুজোতে ছুটি পেয়েছেন। তাই ফিরেছেন শহরে। মা চান না মেয়ে অভিনয়কে পেশা করে নিক।
