কাল ছিল অধিবাস আজ কন্যার বিয়ে... কন্যা যাবে শ্বশুরবাড়ি সংসার কাঁদায়ে....
প্রচলিত এই ছড়া একুশ শতকেও সমসাময়িক। রাত পোহালেই ইরা খানের বিয়ে। আগের দিন সকাল থেকে সন্ধে তাই নানা রীতি-রেওয়াজ। সেখানেই মিলে গেলেন আমির খানের দুই প্রাক্তন স্ত্রী। রুপোলি পর্দার নায়ক এদিন বাস্তবের বাবা। মেয়ের হলদিতে গাইবেন খোদ আমির!
মেয়ের বিয়ে উপলক্ষে আলোয় ঝলমলে আমিরের বাড়ি। এদিন সকাল থেকে জমজমাট আসর। একে একে আত্মীয়রা এসেছেন। এসেছেন মেয়ের দুই মা রিনা দত্ত, কিরণ রাও। ইরার হবু স্বামী নূপুর শিখর মহারাষ্ট্রীয়। তাই এদিনে দু’জনেই সেই রাজ্যের সংস্কৃতি মেনে নওভরি শাড়িতে সেজে উঠেছিলেন। কিরণ বেছে নিয়েছিলেন লাইল্যাক রঙের শাড়ি। কাছা দিয়ে পরেছিলেন। সঙ্গে চুলে ফুল, নাকে বড় নথ। রিনার শাড়ির সবুজ জমিনে লাল-হলুদ পাড়। পরে অনুষ্ঠানে বাড়ির সবাইকে নিয়ে যোগ দেন হবু বর। তার পরনে লাল পাঞ্জাবি, সাদা ধুতি। পাপারাৎজিরা তাঁকে শুভেচ্ছা জানাতেই উজ্জ্বল হয়ে ওঠে নুপূরের মুখ।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
প্রচলিত এই ছড়া একুশ শতকেও সমসাময়িক। রাত পোহালেই ইরা খানের বিয়ে। আগের দিন সকাল থেকে সন্ধে তাই নানা রীতি-রেওয়াজ। সেখানেই মিলে গেলেন আমির খানের দুই প্রাক্তন স্ত্রী। রুপোলি পর্দার নায়ক এদিন বাস্তবের বাবা। মেয়ের হলদিতে গাইবেন খোদ আমির!
মেয়ের বিয়ে উপলক্ষে আলোয় ঝলমলে আমিরের বাড়ি। এদিন সকাল থেকে জমজমাট আসর। একে একে আত্মীয়রা এসেছেন। এসেছেন মেয়ের দুই মা রিনা দত্ত, কিরণ রাও। ইরার হবু স্বামী নূপুর শিখর মহারাষ্ট্রীয়। তাই এদিনে দু’জনেই সেই রাজ্যের সংস্কৃতি মেনে নওভরি শাড়িতে সেজে উঠেছিলেন। কিরণ বেছে নিয়েছিলেন লাইল্যাক রঙের শাড়ি। কাছা দিয়ে পরেছিলেন। সঙ্গে চুলে ফুল, নাকে বড় নথ। রিনার শাড়ির সবুজ জমিনে লাল-হলুদ পাড়। পরে অনুষ্ঠানে বাড়ির সবাইকে নিয়ে যোগ দেন হবু বর। তার পরনে লাল পাঞ্জাবি, সাদা ধুতি। পাপারাৎজিরা তাঁকে শুভেচ্ছা জানাতেই উজ্জ্বল হয়ে ওঠে নুপূরের মুখ।
View this post on Instagram
