আজকাল ওয়েবডেস্ক: দুই সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন বাবা। মাঝপথেই খুদে সন্তান কান্নাকাটি শুরু করে। নানাকিছুর আবদার তার। সন্তানের এমন আচরণ সহ্য করতে না পেরে অবশেষে ডাস্টবিনেই তাকে ছুড়ে ফেলে দেন বাবা। এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওটি। যেখানে দেখা গেছে, ডাস্টবিন থেকে উঁকি মারছে এক শিশু। সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি। তার খানিকটা দূরে দাঁড়িয়ে এক নাবালক। শিশুটির কান্নাকাটি দেখে, তাকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, বিরক্ত প্রকাশ করে চুপচাপ দাঁড়িয়েই আছেন ব্যক্তি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। দুই সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়ে এক সন্তানকে ডাস্টবিনে ফেলে দেন বাবা। এরপর হাতে বেলুন নিয়ে দাঁড়িয়েছিলেন চুপচাপ। ভাইকে উদ্ধার করে ছুটেও আসেনি দাদা। নাবালক খানিকটা দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই ওই ব্যক্তির কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন। একজন লিখেছেন, 'এ কেমন বাবা! নিজের সন্তানকে এমনভাবে অত্যাচার করা যায়!' আরেকজন লিখেছেন, 'ছোট্ট শিশুর কান্নাকাটি সহ্য করতে না পারলে, তাকে জন্ম দেওয়ার অধিকার নেই কারও।'
