আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সম্মতি দিয়েছে—বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করা হবে। রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুদ্ধবিমান ইরানের ফোর্দোসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই প্রস্তাব গৃহীত হয়। তবে এখনই প্রণালী বন্ধ হচ্ছে না; সিদ্ধান্ত কার্যকর হওয়ার জন্য ইরানের শীর্ষ নিরাপত্তা কর্তৃপক্ষ, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর অনুমোদন প্রয়োজন।

হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস রপ্তানির মূল পথ—বিশ্বের দৈনন্দিন জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এখান দিয়ে যায়। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া এই প্রণালীতে জাহাজ চলাচলের নির্ধারিত পথ মাত্র ৩ কিলোমিটার। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মেজর জেনারেল কোওসারি জানান, পার্লামেন্ট সর্বসম্মতভাবে প্রণালী বন্ধের পক্ষে রায় দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আআন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।