আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে সম্প্রতি এক হৃদয়স্পর্শী ঘটনার সাক্ষী হয়েছে একটি স্বর্ণালঙ্কারের দোকান। ৯৩ বছর বয়সি নিভৃত্তি শিন্ডে, সাদা ধুতি-কুর্তা ও মাথায় টুপি পরে, জীবনের সহযাত্রী স্ত্রী শান্তাবাইকে নিয়ে হাজির হন একটি গহনার দোকানে। উদ্দেশ্য—প্রিয় স্ত্রীর জন্য একটি মঙ্গলসূত্র কেনা। 

 

প্রথমে দোকানের কর্মীরা ভাবেন, হয়তো এই বয়স্ক দম্পতি সাহায্য চাইতে এসেছেন। কিন্তু শিন্ডে মশাই যখন বললেন, “আমার স্ত্রীর জন্য একটা মঙ্গলসূত্র কিনতে চাই,” তখন আবেগে ভেসে যান সবাই। এই দম্পতি জালনা জেলার আমভোরা জাহাগির গ্রামের বাসিন্দা। তাঁরা পায়ে হেঁটে যাচ্ছেন পুণ্যতীর্থ, আগামী আশাঢ়ী একাদশী উৎসবে অংশ নিতে। স্থানীয়দের কাছে তাঁরা পরিচিত “একসাথে চলা” দম্পতি হিসেবে — কোথাও যান না একে অপরকে ছাড়া।

দোকানের মালিক জানান, “তিনি আমাকে ১,১২০ টাকা দিলেন। বললেন, স্ত্রীর জন্য মঙ্গলসূত্র কিনবেন। আমি স্তম্ভিত হয়ে যাই। এমন ভালোবাসা আজকের দিনে বিরল। আমি কেবল ২০ গ্রহণ করলাম আশীর্বাদ স্বরূপ, আর মঙ্গলসূত্রটি উপহার দিলাম।” এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। দুই কোটিরও বেশি মানুষ দেখেছেন তা। মন্তব্যে উঠে এসেছে প্রশংসা, ভালবাসা আর আবেগের জোয়ার।এমনকি দোকানমালিকের উদারতা নিয়েও বিস্তর প্রশংসা ঝরে পড়েছে—“এই ধরনের মানুষ এখনও আছেন বলেই পৃথিবী এতটা সুন্দর,” লিখেছেন এক ব্যবহারকারী।

গ্রামের লোকজন জানান, দম্পতির এক পুত্র রয়েছে, তবে তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের উপার্জন আর পথের মানুষের সহানুভূতির উপর নির্ভর করেন। তবু তাঁদের প্রেম ও আত্মনির্ভরতা এখন সবার অনুপ্রেরণা হয়ে উঠেছে। একটি ছোট্ট মঙ্গলসূত্র—কিন্তু তাতে বাঁধা রইল একটি যুগলের সাত দশকের ভালোবাসার ইতিহাস। আজকের দিনে দাঁড়িয়ে, এমন প্রেমই তো চিরন্তন—নীরব, নির্মল, অথচ অমলিন।

এই দৃশ্যের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আর তা দেখে আপ্লুত হয়েছে গোটা দেশ।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Gopika Jewellery Sambhajinagar (@gopika_jewellery_sambhajinagar)