বন্ধ হতে পারে রেশন পরিষেবা? চূড়ান্ত ভোগান্তির শিকার হতে পারেন গ্রাহকরা। একাধিক দাবি নিয়ে আজ থেকেই "অনির্দিষ্টকালের" রেশন ধর্মঘটে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। 
দাবি আদায়ে কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। ঘোষণা মতোই নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই রেশন ধর্মঘটে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। রেশন কাঠামো সংস্কারের দাবিতে কেষ্টপুরে পোস্টার, ব্যানার নিয়ে আন্দোলনে রেশন ডিলারদের। সমস্যার সমাধান না হলে চূড়ান্ত ভোগান্তির শিকার হবেন গ্রাহকরা।